বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন আজ অনেকদিন পর অনেক কষ্টে একটা পোস্ট লিখলাম। পাঠকের মতামত কাম্য।
দলনেতা তার কমান্ডো বাহিনীর সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ করে। পরামর্শের পর কমান্ডো দলটি উৎসবের আমেজে নেতার পদাঙ্ক অনুসরণ করে লাইন ধরে নিদিষ্ট জায়গায় পৌঁছে গেল । তাদের টার্গেট বা শিকার বানরের গ্রুপ বা দলকে খুঁজে বের করা মাত্রই চারদিকে পজিশন নিয়ে ফেলে কমান্ডো বাহিনী।
দলনেতার নির্দেশে অল্প কিছু সদস্যকে মাটিকে রেখে বাকি কমান্ডোরা বানরের দলের চারদিকের সকল গাছগুলিতে নিমিষেই তর তর করে উঠে যায়। বানরের দল কিছু বুজে উঠার আগেই তাদেরকে ২/৩ টি বৃত্তাকার চক্রে ঘিরে ফেলা হয়। দূরবর্তী কিছু গাছে অভিজ্ঞ কিছু সদস্য সুবিধা জনক স্থানে অ্যামবুশ এর পজিশন নিয়ে রাখে যাতে এদিকে আসলেই শিকারকে ফাঁদে ফেলা যায়।
এতক্ষণ সব নিশ্চুপে ঘটলেও হঠাৎ আক্রমণ শুরু হয়, ততক্ষণে বানরের দল বিপদ টের পেয়ে জীবন রক্ষার্থে হন্য হয়ে পালাতে শুরু করে, কিন্তু কোথায় পালাবে? পালানোর পথ প্রায় প্রতিটা গাছই দখল করে আছে শত্রুপক্ষের কমান্ডোরা। লাফালাফিতে পারদর্শী ও ওজনে হালকা বানরের দল গাছের আরও উপড়ে উঠে মগডাল দিয়ে পালাতে শুরু করে শুরু হয় তুমুল হইচই, চেঁচামেচি, হড্ডোগোল আর লাফালাফির তাণ্ডব।
ছত্রভঙ্গ হতে বাধ্য হয় বানরের দল। অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও কিছু বানর ধরা পরে। কমান্ডোরা অনেক ছত্রভঙ্গ বানরকে তাড়িয়ে নিয়ে যায় অ্যামবুশের দিকে হতভাগ্য বানরও পা দেয় অ্যামবুশের সেই মরণ ফাঁদে। ধস্তাধস্তি বা লাফানোর কোন পর্যায়ে মাটিতে কোন বানর মাটিতে পড়ে গেলেও রক্ষা নেই কারণ মাটিতেও অপেক্ষা করে কিছু কমান্ডো।
উপরের ঘটনাটি কোন সিনেমা, নাটক বা গল্পের কথা নয়, নয় কোন সু-প্রশিক্ষিত গেরিলা বা আর্মির কমান্ডো বাহিনীর কথা।
এটা প্রকৃতির এক বুদ্ধিমান প্রাণীর শিকার কৌশল। সেই প্রাণীটি হল "শিম্পাঞ্জি। " মানুষের সবচেয়ে কাছাকাছি বুদ্ধিমান এই প্রাণীটির এই শিকার কৌশল প্রকৃতির কাছ থেকে শেখা যা লক্ষ লক্ষ বছর ধরে উন্নত হয়েছে। প্রকৃতির এইসব কৌশলের কাছে মানুষেরও অনেক কৌশলকে হার মানতে বাধ্য।
তথ্য ও ছবিঃ বিবিসি ডকুমেন্টারি, উইকিপিডিয়া, ইন্টারনেট।
প্রাণিজগত নিয়ে ফেইসবুকে আমাদের পেইজ
প্রানিজগতের অজানা রহস্য
ভাল লাগলে লাইক ও মন্তব্য আশা করিঃ লিংক এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।