১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,০ অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে প্রেমিকা। আর প্রেমিকার মৃত্যু সহ্য করতে না পেরে বিষপানে মারা যায় প্রেমিক
আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা। প্রেমিকের সাথে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করায় গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা। আর প্রেমিকার মৃত্যু সহ্য করতে না পেরে বিষপানে মারা গেছে প্রেমিক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা দক্ষিণপাড়া গ্রামের আজিজুল হক মাস্টারের পুত্র আতিক মিয়ার (২২) সাথে পার্শ্ববর্তী জলসুখা অনন্তপুর গ্রামের আব্দুল হকের কন্যা রোজিনা আক্তারের (১৮) দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি কাকাইলছেও গ্রামে এক যুবকের সাথে রোজিনার বিয়ে ঠিক হয়। বিয়েতে অমত প্রকাশ করে রোজিনা। এদিকে রোজিনার অমতে তার বিয়ে ঠিক করায় গতকাল সকাল সাড়ে ৮টায় রোজিনা তাদের বাংলা ঘরের তীরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। প্রায় ৫ ঘন্টা পর প্রেমিকা রোজিনার আত্মহত্যার খবর জানতে পেরে প্রেমিক আতিক বিষপান করে।
বিষপানে সে ছটফট শুরু করলে পরিবারের লোকজন তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকেলে রোজিনার লাশ ময়নাতদন্ত করে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। আর আতিকের লাশ আজ সোমবার ময়না তদন্ত করা হবে বলে জানা গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।