আমি নিজেকে আর নিজের ঘরকে ঠিক করবার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত এই মাত্র বিসিবি কার্যালয় থেকে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ দলের নাম ঘোষনা করা হয়েছে। প্রধান নির্বাচক আকরাম খান দল নিয়ে খুবি খুশি। নান্নু আর সুমন ভাইয়েরো একি মনভাব।
সাকিব তামিম দলে নাই, দলে কিছু নতুন মুখ আছে, যারা আসলে নতুন মুখ না, তারা সকলেই আগে থেকেই খেলেন।
তবে দলে প্রথবারের মত স্থান পেয়ে তারা সকলেই খুশি।
টাইগাররা হলেনঃ
১) সজিব ওয়াজেদ জয়
২) আরাফাত রহমান কোকো
৩) তারেক রহমান
৪) আবুল হোসেন
৫) আবুল হাসান
৬) সুরঞ্জিতসেন গুপ্ত
৭) শেখ সেলিম
৮) ম। খা আলমগীর (wk)
৯) মৌদুদ আহাম্মেদ(c)
১০) মোসাদ্দেক আলী ফালু
১১) মাহবুবুল আলোম হানিফ
১২) হাজী সেলিম
১৩) এডভোকেট সামসুল হক টুকু
১৪) এডভোকেট কামরুল ইসলাম
ম্যানেজারঃ লোটাস কামাল এন্ড হিজ এন্টায়ার ফ্যামিলি
কোম্যানেজারঃ পাপন রহমান
হেড কোচঃ ই্মরান খান
ব্যাটিং কোচঃ বিরে্নদ্রা সেভাগ
বলিং কোচঃ সাকলাইন মুস্তাক
ফিজিওঃ দরকার নাই
চিয়ার গার্লসঃ এডভোকেট সাহারা খাতুন, মমতাজ বেগম, ......ইত্যাদি মোট ৪৫ জন।
স্টেন্ড বাই আছেনঃ মির্যা ফকরুল, সৈয়াদ আলী আশ্রাফ।
উল্লেখ্য দলে ঃ বাংলাদেশ দলে এই প্রথম চিয়ার গার্ল যোগ করা হয়েছে। আর এরা ইঞ্জিউরড হইলে দেশের কিছু আসে যায় না তাই এই দলে কোন ফিজিও রাখা হয় নাই।
মতিউররহমান নিজামী, কাদের মোল্লা, আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌ কে নেয়া হয়েছিল কিন্তু তাদের নাকি জার্সি পছন্দ হয় নাই তাই তারা তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। বাংলাদেশের জার্সির লাল রংটা নাকি তাদের খেত খেত লাগে। তাদের বদলেই ১২,১৩,১৪ নং কে নেয়া হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।