whereof we cannot speak thereof we must be silent
IMDB রেটিং : ৮.৮
রটেন টমাটো রেটিং : ৮
এপিক| দূর্দান্ত। বিস্ময়াভিভূত।
পিনপতন নিস্তব্ধতা। মুভি শেষে আপনি অন্যদের চোখের দিকে তাকিয়ে দেখতে পারেন তারা বিস্ময়াহত!
আপনি যদি টিপিক্যাল সুপারহিরো মুভি দেখতে চান তাহলে আপনি হতাশ হবেন। আপনি যদি Christopher nolan যদি সম্পকে জেনে না থাকেন তাহলে জানবেন যে তার মুভিতে ভিলেন সবসময় শক্তিশালী।
আপনার যদি তার মুভি সম্পর্কে আগে আইডিয়া না থাকে তাহলে আপনার মনে হবে, এটা কি হইলো! আমি ইহা কি দেখিলাম! আপনার যদি আগে ধারণা না থেকে থাকে আপনার মনে হবে, এটা একটা ব্রিলিয়ান্ট মুভি অথবা কিছুই বুঝলাম না। হয়তো বার বার দেখতে হবে আপনার বুঝার জন্য। আপনি হারিয়ে যাবেন গল্পের ভিতরে গল্প বুঝার জন্য। সিনেম্যাটিক অভিজ্ঞতার জন্য, একশনের জন্য, বিনোদনের জন্য। অসাধারণ এডিটিং, পরিচালনা, দৃশ্যের জন্য।
যারা Christopher নোলান এর আগের ছবিগুলো দেখেছেন তারা জানেন উনি মানুষের বা অন্ধকার দিক নিয়ে খেলতে ভালবাসেন। আর এই মানবিক দৃশ্যাবলী ফোটানোর জন্য তার নিয়মিত অভিনেতা Christian bale (ব্যাটমান) , Gordon levit (পুলিস অফিসার) এবং Tom hardy (ভিলেন Bane) তো আছেই। Bane পুরো ছবিতেই মুখোশ খুলে নি। আপনার মনে হবে আপনি একজন সত্যিকারের একজনের মুখোমুখি হয়েছেন যে খুব ভয়ঙ্কর যা চায় তা না করে ছাড়বে না। তার শারীরিক উপস্থিতি দেখে আপনার মেরুদন্ড দিয়ে ঠান্ডা বয়ে যেতে পারে।
প্রায় তিন ঘন্টার মুভিতে আপনার কখনই মনে হবে না আপনি এক মুহূর্ত মুভির বাইরে আছেন, আপনার কখনই মনে হবে না একটু ব্রেক নেই। আপনি মুভির ভিতরে ঢুকে যেতে থাকবেন, আপনার মনে হবে আপনি হঠাত কোনো এক বিশাল ঘটনার মুখোমুখি হচ্ছেন যা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে পরবর্তিতে কি হবে জানার জন্য। আপনি দেখতে থাকবেন কিভাবে সন্ত্রাসী আক্রমন করে, আপনি দেখতে থাকবেন সবার অবিশ্বাস সত্বেও এর মাঝেই কিভাবে ডার্ক নাইট জেগে উঠে তা প্রতিহত করার জন্য, যে কিনা হয়তো Bane এর সমকক্ষ নয়।
কিন্তু অপেক্ষা করুন মুভির সবচেয়ে বড় টুইস্টের জন্য, কে আসল সন্ত্রাসী| কে আসলে গথাম সিটিকে ধ্বংস করতে চায়।
কিছু পরামর্শ
ভালো সাউন্ড সিস্টেম আর ভালো প্রিন্ট ছাড়া দেখবেন না,হতাশ হতে পারেন।
আর মুড়ি চানাচুর ছাড়া বসবেন না (যদিও মুভি শেষে দেখতে পারেন মুড়ি নরম হয়ে গেছে)। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।