ব্রেকিং নিউজ মোবাইল ফোনের প্রান হলো অপারেটিং সিস্টেম বা ওএস। শুধুমাত্র হার্ডওয়্যার দ্বারা ফোন চলে না। বর্তমানে স্মার্টফোন বাংলাদেশে বেশ জনপ্রিও হয়ে উঠেছে। কিন্তু স্মার্টফোন কেনার আগে অপারেটিং এর সুবিধা/অসুবিধা ভেবে কিনতে হবে।
মোবাইল ফোন অপারেটিং সিস্টেম:
১।
আই ওএস
২। এন্ড্রোয়েড ওএস
৩। উইন্ডোজ ওএস
৪। সিম্বিয়ান ওএস
৫। জাভা ওএস
৬।
ব্ল্যাকবেরি ওএস।
৭। জাভা ওএস।
৮। আইএনাই (চাইনিজ মোবাইল)
আই ওএসঃ শুধুমাত্র আই ফোন ও আই প্যাড এ ব্যবহার হয়।
এন্ড্রোয়েডঃ আই ফোন ও নকিয়া, ব্ল্যাক বেরি ছাড়া প্রায় সব ব্রান্ডের স্মার্ট ফোনেই ব্যাবহার হচ্ছে।
উইন্ডোজঃ নকিয়া, স্যামসাং , এইটিসি, এলজি ছাড়াও বিভিন্ন ব্রান্ডের ফোনে ব্যবহার হচ্ছে।
সিম্বিয়ানঃ নকিয়া ও সনি এরিকসন এর কিছু ফোনে ব্যবহার করা হচ্ছে।
জাভাঃ নকিয়া, স্যামসাং, এলজি এর মতো কিছু ফোনে ব্যবহার করা হচ্ছে।
ব্যাকবেরিঃ শুধুমাত্র ব্ল্যাকবেরি ফোনে ব্যবহার হয়।
আইএনয়াইঃ চাইনিজ কম মূল্যের ফোনে ব্যবহার করা হয়।
স্মার্ট ফোনের জন্য সবচেয়ে জনপ্রিও ও ভালো ফিচার সমৃদ্ধ ওএস হলো এন্ড্রোয়েড। এন্ড্রোয়েড আইফোন থেকে প্রায় কপি করা এবং কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে যা আই ফোনে নেই। এন্ড্রোয়েড এর প্লে মার্কেটে লাক্ষ লক্ষ এপ্লিকেশন রয়েছে। যে খান থেকে বিনা মূল্যে ও মূল্য পরিশোধ করে এপ্লিকেশন নামানো যায়।
এই অপারেটিং সিস্টেম খুবই ব্যবহার বান্ধব ও বিনা মূল্যে পাওয়া যায়। এজন্য এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম এর স্মার্টফোন সাধারনত আই, উইন্ডোজ, ব্ল্যাকবেরি এর তুলনায় কম মূল্যে পাওয়া যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।