মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে। স্যামসাং মোবাইলগুলোর ক্ষেত্রে বাজারে দুইপ্রকার মুল্যতালিকা খেয়াল করা যায়, যার ফলে অনেকেই বিভ্রান্ত হন। স্যামসাং বাংলাদেশের আমদানিকৃত অয়ারেন্টি সহ সেটগুলো অপেক্ষা দোকানীদের নিজস্ব আমদানিকৃত সেটগুলো কিছুটা কম দামে বিক্রি হয়। আসুন দেখে নেই উভয় প্রকার সেটেরই জানুয়ারি মাসের মুল্যতালিকা। স্যামসাং গালাক্সি ওয়াই - ১০,৯০০ টাকা [অয়ারেন্টি সহ] স্যামসাং গালাক্সি ওয়াই ডুয়স - ১৩,৫০০ টাকা [অয়ারেন্টি সহ] স্যামসাং গালাক্সি মিউজিক - ১৫,৯০০ টাকা [অয়ারেন্টি সহ] স্যামসাং গালাক্সি এইস - ১৭,০০০ টাকা [অয়ারেন্টি সহ] স্যামসাং গালাক্সি এস ডুয়স - ২৭,৯০০ টাকা [অয়ারেন্টি সহ] ২২,৫০০ [অয়ারেন্টি ছাড়া] স্যামসাং গালাক্সি এস৩ মিনি - ২৮,০০০ টাকা [অয়ারেন্টি ছাড়া] স্যামসাং গালাক্সি নেক্সাস - ৩২,০০০ টাকা [অয়ারেন্টি ছাড়া] স্যামসাং গালাক্সি এস২ - ৩৪,৫০০ টাকা [অয়ারেন্টি ছাড়া] ৪৭,৫০০[অয়ারেন্টি সহ] স্যামসাং গালাক্সি নোট - ৪২,০০০ টাকা [অয়ারেন্টি ছাড়া] স্যামসাং গালাক্সি এস৩ - ৪৫,৫০০ টাকা [অয়ারেন্টি ছাড়া] ৬৩,৫০০[অয়ারেন্টি সহ] স্যামসাং গালাক্সি নোট২ - ৫১,৫০০ টাকা [অয়ারেন্টি ছাড়া] ৬৭,৫০০[অয়ারেন্টি সহ] *দোকান ও স্থানভেদে দামের তারতম্য হতে পারে। এ ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।