আমাদের কথা খুঁজে নিন

   

ডয়েচে ভেলের ববস কনটেস্টে শিশুদের জন্য ভোট দিন

মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে। তবে চাওয়াটা অবশ্যই ভালো হতে হবে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে আয়োজিত ‘দ্য ববস-২০১৩’ এর ‘সেরা বাংলা ব্লগ’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে শিশুদের সংবাদবিষয়ক বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল চিলড্রেন ভয়েস ডট কম (www.childrenvoice.com ) একই বিভাগে বাংলা ভাষার আরও ৯টি ব্লগ মনোনয়ন পেয়েছে। ‘দ্য ববস-২০১৩’ এর অনলাইন পেইজে চিলড্রেন ভয়েস সম্পর্কে লেখা হয়েছে, “এই ব্লগসাইট সম্পর্কে নাম থেকেই ধারণা পাওয়া যেতে পারে৷ শিশুদের এক জগৎ এটি৷ শিশু বিষয়ক বিভিন্ন সংবাদের পাশাপাশি তাদের বিভিন্ন চাহিদার কথা, প্রয়োজনীয়তার কথা এবং সর্বোপরি শিশুদের সুরক্ষায় পরিবারের করণীয় পর্যন্ত বিভিন্ন তথ্য রয়েছে এখানে৷” প্রতিযোগিতার ৩৪টি বিভাগে পাঠকদের পাঠানো চার হাজার দুই’শর বেশি মনোনয়নের মধ্য থেকে পছন্দ অনুযায়ী ১৪টি ভাষার মনোনয়ন চূড়ান্ত করেছেন 'দ্য ববস' এর বিচারকমণ্ডলীর সদস্যরা। আগামী ৭ মে পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন পাঠকরা। চলতি বছর মে মাসে বিচারকরা জার্মানির বার্লিনে 'দ্য ববস'-এর ছয়টি আন্তর্জাতিক মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ চূড়ান্ত বিজয়ীদের নির্ধারণ করবেন। জার্মানির বন শহরে আগামী জুন মাসে গ্লোবাল মিডিয়া ফোরামে একটি অনুষ্ঠানের মাধ্যমে 'দ্য ববস ২০১৩ ' সালের ‘ইউজার প্রাইজ’ জুরি অ্যাওয়ার্ডে বিজয়ীদের সম্মাননা দেয়া হবে। আপনার ভোটে বাংলা ভাষার সেরা সাইট হতে পারে শিশুদের জন্য অনন্য এই উদ্যোগ। নিচের লিংকে প্রবেশ করে ফেসবুক বা টুইটারের মাধ্যমে লগ-ইন করে চিলড্রেন ভয়েসকে ভোট দেয়া যাবে... www.thebobs.com/bengali/category/2013/best-blog-bengali-2013

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.