মানুষ কত ভয়ংকর!!! আবার মানুষ কত মজাদার!!! আপনি ইমেইল দেখার জন্য কী করে থাকেন? নিশ্চই gmail.com অথবা mail.yahoo.com অথবা আপনার পছন্দের ইমেইল প্রভাইডারের প্রভাইডারের ওয়েবসাইটে লগিন করে দেখেন? কিন্তু আপনি যদি একটি Desktop Email Client ব্যাবহার করেন তাহলে আপনি আপনার ডেস্কটপ থেকেই আপনার ইমেইলসমূহ পড়তে পারবেন।
Desktop Email Client সমূহ মূলত আপনার সম্পূর্ণ মেইলবক্সটি ডাউনলোড করে রাখে। ফলে আপনি অফলাইনে থাকলেও পুরোতন মেইলগুলো অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও আপনি ইন্টারনেটে সংযুক্ত থাকলে আপনার নতুন ইমেইল আসলেই আপনি নোটিফিকেশন পাবেন। আপনি Desktop Email Client ব্যাবহার করে অন্যদেরকে ইমেইলও করতে পারবেন।
আপনি ইন্টারনেটে সার্চ দিলে অনেক Desktop Email Client খুঁজে পাবেন। যেমনঃ Mozilla Thunderbird, Zimbra Desktop, Windows Live Mail ইত্যাদি। এছাড়াও Microsoft Office এর সাথেই Microsoft Office Outlook নামে একটি ইমেইল ক্লায়েন্ট দেওয়া থাকে। আমি ব্যাক্তিগতভাবে Mozilla Thunderbird ব্যাবহার করে থাকি ও এটা পছন্দ করি। কারণ এটি ওপেনসোর্স, ফ্রি ও ক্রোস প্লাটফর্ম।
তাই আমি আজ এটির সাহায্যে আপনার মেইলবক্স সংযুক্ত করার পদ্ধতি বর্ণনা করছি।
প্রথমে এই লিংক থেকে Mozilla Thunderbird ডাউনলোড করে নিন। এরপর সেটাপ করে নিন। সেটাপ করা হয়ে গেলে Mozilla Thunderbird ওপেন হবে। (না হলে আপনি Start > All Programs থেকে Mozilla Thunderbird ওপেন করুন।
নিচের মতো উইনডো দেখতে পারবেন।
এখান থেকে Skip this and use my existing email এ ক্লিক করুন। তাহলে আপনি নিচের মতো উনডো দেখতে পারবেন।
এখানে আপনার নাম, ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিন। এরপর Remember password এ টিক চিহ্ন দিয়ে Continue বাটনে ক্লিক করুন।
তাহলে এটি আপনার ইমেইল সার্ভিস অটো ডিটেক্ট করে নিচের মতো উইনডো আসবে।
এখানে Done বাটনে ক্লিক করুন। এরপর যে উইনডো আসবে তা থেকে Done (অথবা Finish) বাটনে ক্লিক করলে আপনার ইমেইল সেটাপ সম্পন্ন হবে। এখন Thunderbird আপনার ইমেইলসমূহ ডাউনলোড করতে থাকবে। এবং আপনি আপনার মেইলবক্স দেখতে পারবেন।
এখন আপনার Desktop Email Client তৈরী। এর ইন্টারফেস অনেক সহজ। কিছুদিন ব্যাবহার করেই দেখেন আপনার ভালো লাগবে।
পোস্টটি পূর্বে এখানে পোস্ট করা হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।