বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility আমার আগের পোষ্ট ভি ও আই পি কল (VOIP CALL) মাত্র 2 পয়সায় ! *
যেখানে mobyler.com এর গুনগান করা হয়েছে । সেটার উপর ভিত্তি করে মোবাইলার কে পিসির উপযোগী করা !!!
ব্যাপারটা অনেকটা ক্রিটিক্যাল তবুও বুঝানোর চেষ্টা করছি ।
mobyler desktop এর জন্য কোন সফটওয়্যার তৈরী করেনি । ভবিষ্যতে করবে কি না তাও শিওর । তাই আমরা এর এন্ড্রয়িড ভার্সনটার এপকে সিমুলেটর এর সহায়তায় চালু করে রেজি: ইন করব !
ইতিমধ্যে আমি রেজি: করেছি , কার্ডের মাধ্যমে টাকাও ভরেছি
তো পদ্ধতিটা হল :
Click This Link এই খান থেকে আপনি এন্ড্রয়িড সিমুলেটর ডাউনলোড করতে পারবেন ।
এরপর এ পিকে মবিলার ফাইলটি ডাউনলোড করবেন এখান থেকে Click This Link
তারপর Click This Link এই সাইট অনু সরনে , ঐখানে লেখা এপিকে ফাইলটি যেখানে থাকে, টূলস এ সেখানে পেষ্ট করবেন । আর রান করার জন্য এই মবিলার এপিকে সফট ব্যবহার করবেন ।
অবশ্যই এন্ড্রয়িড ভার্চুয়াল এন্ড্রয়িড ডিভাইস ও ম্যানেজার চালু অবস্থায় মবিলার কমান্ড এর মাধ্যমে রান করাবেন । তাহলে ইনস্টল হবে নতুবা বিভিন্ন রকম । এরর দেখাবে
আমার ৩২ বিট উইন ৭ এ সফল ভাবে প্রোগ্রামটি চালু হয়েছে ।
আমি ফোন করেছি অপর প্রান্তের শব্দ শুনেছি । কোয়ালিটি এত ভাল নয় । সবচেয়ে খারাপ কথা হল আমার কথা অপর প্রান্তে যায়ই না!
২০১১ সবচেয়ে মজার ব্যাপার এই যে, এত কষ্ট করে সস্তা রেটে কল করার জন্য বুদ্ধি দুই আনা খরচ করে , কিছুই হল না
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।