আমাদের কথা খুঁজে নিন

   

আমার ডেস্কটপ কম্পিউটার

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং সন্ধ্যায় কাজ থেকে বাসায় ফিরে আমার সর্বপ্রথম কাজ হলো, কম্পিউটার অন করা। উইন্ডোজ স্টার্ট হতে হতে কাপড়-চোপড় চেঞ্জ করি। এরপর পছন্দের যে কোন একটা গান চালিয়ে ফ্রেশ হয়ে নেই, শুতে যাবার আগ পর্যন্ত কম্পিউটার চালুই থাকে, টুক-টাক কিছু ব্যক্তিগত কাজ করি। আর এভাবেই কম্পিউটার মিশে আছে আমার দৈনন্দিন জীবনে। কম্পিউটারের প্রতি দুর্বলতা আমার বেশ আগে থেকেই।

সর্বপ্রথম কম্পিউটার হাতে পেয়েছি সেই ৯৭'এর দিকে। মনে পড়ে সেটা ছিলো ৪৮৬ মডেলের কম্পিউটার, ১০০ মেগাহার্টজ প্রসেসর, ৮০ মেগাবাইট হার্ডডিস্ক আর ১৬ মেগাবাইট র‌্যাম। আর অপারেটিং সিস্টেম ছিলো উইন্ডোজ ৯৫। ছিলোনা কোন সিডি-রম ড্রাইভ, উইন্ডোজ ইন্সটলেশনের জন্যে ছিলো ২০/২৫টা ফ্লপি ডিস্ক। এসব মনে হলে এখন সত্যিই খুব হাসি পায়।

মাত্র কয়েক বছরেই কতটা বদলে গেছে সেই প্রযুক্তি। ফ্লপি বদলে এসেছে, সিডি, ডিভিডি, ব্লু-রে ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ। শক্তিশালী মাদারবোর্ড, প্রসেসর এমনি আরো কত কি! কিন্তু কম্পিউটারের প্রতি ভালোবাসাটা ঠিক সেই আগের মতোই আছে, বদলে যায়নি এতটুকুও। এখন আমি যে ডেস্কটপ পিসিটা ব্যবহার করছি তার কনফিগারেশনটা নিচে দিয়ে দিচ্ছিঃ মডেলঃ এইচপি প্যাভিলিয়ন স্লিমলাইন এস৭৬০০ এন প্রসেসর: ২.২ গিগাহার্টজ , এএমডি এথলন ৬৪ বিট। হার্ড ড্রাইভ: ২০০ গিগাবাইট।

অপটিক্যাল ড্রাইভ: ডিভিডি আর/ডব্লিউ। র‌্যাম: ১.৫ গিগাবাইট। গ্রাফিক্স কার্ড: ২৫৬ মেগাবাইট, এনভিডিয়া জি-ফোর্স ৬১৫০ এল.ই.। সাউন্ড কার্ড: ৫.১ চ্যানেল। নেটওয়ার্কিং: ডায়াল আপ, ল্যান, ওয়্যারলেস ল্যান।

মনিটর: এইচপি ডব্লিউ ১৭ই। অপারেটিং সিস্টেম: উইনন্ডোজ এক্সপি প্রফেশনাল ২০০২। আসলে কম্পিউটারের কনফিগারেশনটা নির্ভর করে ব্যক্তিগত প্রয়োজন বা চাহিদার উপর। অনেকেই কম্পিউটারে গেম খেলতে পছন্দ করেন আর সেজন্যে প্রায়ই টাকা খরচ করে কম্পিউটার আপগ্রেড করেন, এটা আমার কাছে অনেকটাই অপচয় বলে মনে হয়। সাধারণত আপনি যে ধরনের কাজ করেন, মূলত সেটার উপর নির্ভর করেই পছন্দের কম্পিউটারটি বেছে নেয়া প্রয়োজন।

আমার কম্পিউটারটিতে কাজ করে আমি যথেষ্টা সাচ্ছন্দ্য বোধ করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.