আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ 8MM (1999) with download links

মাইরালা আম্রে মাইরালা মুভিটার রিভিউ দেওয়া ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না। রিভিউ এ অনেক এক্সপ্লিসিট কথা থাকছে। তাই যারা 18- তারা প্লিজ রিভিউটি পরবেন না। মুভি রিভিউঃ 8MM (1999) Starring: Nicolas Cage Gross: 97 Millions এই মুভি দেখতে হলে প্রথমেই দুইটি জিনিস সম্পর্কে জানতে হবে। 8MM(Eight Millimeter): মুভিটি দেখার আগে আমি ভেবেছিলাম এটি একশন মুভি এবং 8MM দিয়ে বুলেটের ক্যালিবার বোঝানো হয়েছে।

কিন্তু প্রক্রিতপক্ষে এটি আসলে ফিল্মকে বুঝায়(আরেকটি কমন উদাহরনঃ ৩৫ মিলিমিটার ফিল্ম)। সাধারণত নাটক কিংবা বিভিন্ন ধরনের প্রফেশনাল পর্ন মুভি এই ফিল্ম দিয়ে তৈরি করা হয়। Snuff films: Wiki এর ভাষায় A snuff film is a motion picture genre that depicts the actual murder of a person or people, without the aid of special effects, for the express purpose of distribution and entertainment or financial exploitation. The existence of for-profit snuff films is generally considered an urban legend. Some filmed records of executions and murders exist but have not been made or released for commercial purposes. অর্থাৎ এটি একধরনের সুপার Bondage ফিল্ম(Bondage: এক ধরনের পর্ন মুভি যেগুলাতে এক্সপ্লিসিট রেপ, টর্চার দেখানো হয়)। Snuff ফিল্ম হল তার চেয়ে আরও হার্ডকোর। অর্থাৎ এখানে সাধারণত সত্যিকারের টর্চার, রেপ, ভায়লেন্স এবং কিছু কিছু ক্ষেত্রে মার্ডার পর্যন্ত করা হয়।

এটি স্বয়ং আমেরিকাতেও Illegal! কাহিনী সংক্ষেপ(স্পয়লার ফ্রী)ঃ একজন অতি ধনী বয়স্ক বিধবা তার হাসবেন্ড মারা যাবার পর লুকায়িত কক্ষে একটি 8mm ফিল্ম পায়। সেটি প্লে করে দেখতে পায় সেখানে খুব এক্সপ্লিসিট ভাবে একটি কম বয়স্ক মেয়েকে(ম্যারি এন ম্যাথিউস) টর্চার এবং তারপরে মার্ডারের চিত্র ভিডিও করা। দুর্বল হার্টের মহিলা তখন তার এটর্নির পরামর্শে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর টম ওয়েলেস(Nicolas Cage) কে ভাড়া করে। তার কাছে জানতে যায় এ বিষয়ে, এটা কি সত্যিকারের ভিডিও নাকি ফেকভাবে কপি করা। টম আশ্বাস দেয় যে এটি শুধুমাত্র একটি ভিডিও।

এতে সত্যিকার অর্থে কোন খুন করা হয়নি। কিন্তু মহিলা বিশ্বাস করতে পারে না। তাই তাকে ভাড়া করে বের করতে বলে এর পিছনের রহস্য। টমের কাজই ইনভেস্টিগেশন। তাই সে খুশি মনে কাজটি নেয়।

টম খুঁজতে শুরু করে মেয়েটির ছবি দিয়ে। বিভিন্ন নিউজ পেপারে, ইন্টারনেটে কোন মেয়ে কি এই বয়সের কোন মেয়ে হারানো গিয়েছে। একসময় খুজতে খুজতে মিলে যায়। তার নাম, ঠিকানা বের করে। তাদের বাসায় যায়।

গিয়ে দেখতে পায় শুধু তার মা জ্যানেট ম্যাথিউস আছে। মেয়ে নিখোঁজ। তার মার কাছ থেকে কিছু ইনফরমেশন পায়। ম্যারির রুম খুঁজে কমডের ফ্ল্যাশের ভেতর লুকানো তার একটি ডায়রি পায় যেখানে সে লিখেছিল যে সে তার বয়ফ্রেন্ড এর সাথে হলিউডের যাচ্ছে ফিল্ম স্টার হতে। তাই টমও হলিউডে পাড়ি জমায়।

সেখানে গিয়ে একটা এডাল্ট শপে যায়। বেশ ভাল এমাউন্টের কেনাকাটা করে। ফলে সেই শপের এমপ্লয়ি এর সাথে খাতির হয়ে যায়। তাকে পটায় এবং টাকার বিনিময়ে তাকে রাজি করায় পর্ন মুভি বানানোর আন্ডারগ্রাউন্ড এ নিয়ে যেতে। যায় তারা, খুঁজতে থাকে।

খুঁজতে খুঁজতে লিংক পেয়ে যায়। কিন্তু সমস্যা হল যারা এইসব নিয়ে কাজ করে তারা অনেক বেশী পাত্তয়ারফুল। এক দুইটা খুন তাদের কাছে কিছুই না। যতসব নোংরা Illegal কাজের সাথে জড়িত তারা। এখন প্রশ্ন হল টম ওয়েলেস কি পারবে জানতে সেই মুভিটিতে কি আসলেই মেয়েটিকে খুন করা হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে এর সাথে জড়িত কারা? সে কি নিতে পারবে প্রতিশোধ যা ম্যারির মায়ের কাছে প্রমিস করে এসেছিল? সে কি পারবে এত বড় একটা সংগঠনের বিরুদ্ধে লাগতে? জানতে হলে মুভিটি দেখতে হবে।

একজন টপ ক্রিটিক রজার এলবার্ট এর একটি মন্তব্য তুলে ধরছিঃ "8mm is a real film. Not a slick exploitation exercise with all the trappings of depravity but none of the consequences. Not a film where moral issues are forgotten in the excitement of an action climax" আমি পুরোপুরি একমত। 8MM এর RT এবং Metacritics রেটিং খারাপ। IMDB রেটিংও তেমন ভাল না। কিন্তু প্রক্রিতপক্ষে এটি আসলে আন্ডারগ্রাউন্ড এর একটি Illegal ব্যাবসা তুলে ধরেছে। এটি দেখলে কিছুটা ধারনা পাওয়া যাবে আমেরিকার পর্ন ইন্ডাস্ট্রি সম্পর্কে।

আমি ব্যক্তিগতভাবে নিকলাস কেজকে তেমন একটা পছন্দ করি না। কিন্তু এই মুভিতে তার অভিনয় অনেকভাল লেগেছে। নিকোলাস কেজের Lord of war, National Treasure, The Rock, Face Off এর সাথে এই মুভিটাও বেস্টগুলোর কাতারে রাখব আমি। ডিরেকশন, সাউন্ড, গ্রাফিক্স এডিটিং নিয়েও খারাপ কিছু বলার নেই। মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে।

মুভিটিতে অনেক বেশীই এক্সপ্লিসিট সিন আছে। দেখার আগে আরেকবার সাবধান করে দিচ্ছি। তবে আশার কথা মুভিতে একবারও এসব দিকে ফোকাস করা হয়নি। আমি কোন রেটিং দিচ্ছি না, কারন দিলে অনেকেই হয়ত আমার বিরোধিতা করবেন। তবে যারা দেখবেন কিনা সিউর হতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছিঃ আমার উপর ভরসা করে দেখে ফেলুন।

আশা করি খারাপ লাগবে না। যদি ভাল লাগে তাহলে আমাকে একটি ধন্যবাদ দিয়ে যেয়েন 8MM 1999 XviD ENG torrent download link: http://kat.ph/8mm-1999-xvid-eng-t1173747.html ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.