আমি যা বিশ্বাস করি না... তা বলতেও পারি না! অনন্তকাল পর বৃষ্টি নেমেছে। আমি বৃষ্টিতে ভিজবো বলে- খোলা মাঠে এসে দাঁড়িয়েছি। আশ্চর্য! আমি ভিজছি না! মুষল ধারায় বৃষ্টি হচ্ছে। গাছ ভিজছে, গাছের পাতা ভিজছে মাঠ ভিজছে, মাঠের ঘাস ভিজছে; সিমেন্টের দালান ভিজছে, পিচঢালা রাস্তাও ভিজছে। উচু তারের থামটা ভিজছে, ভিজতে না চেয়েও থামের ওপড় কাকটা ভিজছে। পুকুরের পানি ভিজছে, এমনকি আকাশও ভিজছে; সব কিছুই চুটিয়ে ভিজছে। শুধু, আমি ভিজছি না; ভিজতে চেয়েও ভিজতে পারছি না। - সফিক এহসান (৫ এপ্রিল ২০০৬)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।