আমাদের কথা খুঁজে নিন

   

তোমার হাত ধরে বৃষ্টিতে ভিজবো বলেই আমার অপেক্ষা.।।

রোকেয়া ইসলাম মেঘে ঢাকা আকাশ টা দেখলেই আমার মনটা আনচান করে উঠে। আর বৃষ্টি হলে তো কথাই নাই। মনটা অস্থির হয়ে যায়। মনে হয় এক্ষনি বৃষ্টিতে ভিজি। অনেকদিন পর সেদিন বৃষ্টিতে ভিজেছিলাম ।

অনেক্ষন ছিলাম নিচে। মন ভরে বৃষ্টিতে ভিজেছি। রাতে প্রচণ্ড গলা ব্যাথা আর খুচখুচে কাশির জন্য একটু ও ঘুমাতে পারিনি। শরীরটাও গরম হয়ে উঠেছে। তবু মেঘে ঢাকা আকাশ টা দেখে মনটা মানছিলনা।

জানালার পাশে এসে দাঁড়িয়েছিলাম অনেক্ষন। ভাবছিলাম সেদিনের বৃষ্টিতে ভেজার কথা। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি ভাবছিলাম তোমার কথা। তোমাকে নিয়ে বৃষ্টিতে ভেজার খুব ইচ্ছা আমার। তোমাকে নিয়ে আমি কখনই বৃষ্টিতে ভিজি নি।

হয়তো ভিজতেও পারবো না কোনদিন। কিন্তু আমি তো স্বপ্নবিলাসী। মনে মনে হাজারো স্বপ্ন আঁকি সবসময়। তাই তোমাকে নিয়ে তোমার হাত জড়িয়ে বৃষ্টিতে ভেজার স্বপ্ন আঁকি বারবার । জানি এ স্বপ্ন কখনো পূরন হবে না তবুও বারবার একি স্বপ্ন দেখি।

তাইতো বৃষ্টি দেখলেই মনটা অস্থির হয়ে যায় আমার। বৃষ্টির জলের সাথে নিজের অজান্তেই চোখের অশ্রু মিশে হয় একাকার। কেউ দেখে না এই নীরব কান্না। শুধু বৃষ্টির ফোঁটাগুলোই তখন শুধু সঙ্গী হয় আমার... আমি এটাও ভাবছিলাম আমি কেন তোমাকে এত পছন্দ করি, কেন এত ভালোবাসি। তার কোনও উত্তর আমি কখনো পাইনি।

তুমি আমাকে একটুও ভালোবাসনা, আমাকে কষ্ট দাও, আমাকে অবহেলা করো তাই হয়ত তোমাকে আমি এত ভালোবাসি। আমি শুধু এইটুকু জানি একদিন তুমি আমাকে ভালোবাসবে আমার কাছে আসবে। আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজবে। হয়ত এটাও আমার স্বপ্ন বিলাসী মনের একটা ভাবনা। তবু দুঃখ নেই আমার।

এই স্বপ্ন নিয়েই তোমার জন্য আমার পথ চাওয়া আজন্ম প্রতীক্ষার প্রহর গোনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.