আজ যে শিশু পৃথিবীর আলো দেখেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই বেশ কিছুদিন যাবৎ লক্ষ করলাম, ব্লগে যারা লেখেন তাদের মধ্যে অনেকেই প্রমিত বাংলা ব্যবহার করেন না। আবার বিভিন্ন লেখার মন্তব্য করেন অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষা দিয়ে। যা মোটেও কাম্য নয়। প্রফাইল ছবিতেও নিজের ছবির পরিবর্তে যাচ্ছে তাই ছবি ব্যবহার করেন। এটি ঠিক বলে আমি মনে করি না। ব্লগে কিন্তু বিভিন্ন বয়সী মানুষ লেখেন। শুধু তারুন্য নির্ভর জায়গা এটি নয়। তাছাড়া আজকাল বাংলা ব্যবহারে যে দুর্ভিক্ষ চলছে, তাতে এখন থেকে সজাগ না হলে অনেক রক্তের বিনিময়ে অর্জিত এভাষা অসতিত্ব সংকটে পড়বে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।