আমাদের কথা খুঁজে নিন

   

গানকে বিদায় জানালেন শাহনাজ রহমতউল্লাহ!

দূরে অাছি......তার্হ ফেরা সহজ....কাছের মানুষ কখনো ফেরে না......... তার ভক্তরা নিশ্চয়ই বড় ধরনের আঘাত পাবেন এ খবরে, কিন্তু নিষ্ঠুর সত্যটি হচ্ছে- পুরোপুরিভাবে গানকে বিদায় জানালেন কিন্নরকণ্ঠী গায়িকা শাহনাজ রহমতউল্লাহ। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়, এক নদী রক্ত পেরিয়ে, আমার দেশের মাটির গন্ধে, একতারা তুই দেশের কথা বল রে আমায় বল, সাগরের তীর থেকে, খোলা জানালা, পারি না ভুলে যেতে, ফুলের কানে ভ্রমর এসে, আমি তো আমার গল্প বলেছি- এ রকম অসংখ্য গান দিয়ে তিনি বাংলাদেশের অগণিত শ্রোতার মন জয় করেছেন। এ দেশের সঙ্গীতজগতের অন্যতম জনপ্রিয় এ গুণীশিল্পী গান ছেড়ে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি আর কখনোই গান করবেন না। শাহনাজ রহমতউল্লাহ বলেন, আমি দীর্ঘ ৫০ বছর গান করেছি।

সঙ্গীত আমাকে অনেক কিছু দিয়েছে। আজ আমি যে অবস্থানে আছি, তা সঙ্গীতের জন্যই। শ্রোতাদের ভালোবাসায় আমি ধন্য। কোনো ধরনের অভিমান কিংবা অভিযোগের কারণে গানের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি না। এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।

অনেক তো হলো, এবার না-হয় নিজের মতো করে জীবনের বাকিটা সময় কাটাই। খুব শিগগির প্রকাশিত হবে বাংলাদেশি সঙ্গীতের চিরসবুজ এ শিল্পীর মিশ্র গানের অ্যালবাম বাদলদিনের পাখি। এটিই হবে শাহনাজ রহমতউল্লাহর শেষ গানের অ্যালবাম। এরপর আর কোনো নতুন অডিও কিংবা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেবেন না তিনি। পরবর্তী সময়ে গানের জগতে আর ফেরার কোনো সম্ভাবনা আছে কি-না, এমন প্রশ্নের জবাবে শাহনাজ রহমতউল্লাহ বলেন, সে ধরনের কোনো সম্ভাবনাই নেই।

আমি সবকিছু ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।