শুধু দেখব আর শিখব
মূল গান Away From The Sun এর ভিডিও এবং English Lyrics by 3-DoorS DowN
এই নিমগ্ন স্থানে
যেখানে পেয়েছি আমি জীবনের মানে
কেউ কি পারবে যা আমি করেছি?
জীবনকে ভুলে
জীবনের রং কে ভুলে গিয়ে
কেউ কি যাবে যেখানে আমি গিয়েছি?
কারণ, খুঁজে পেয়েছি নিজেকে আবারো
দূরে ,ঐ দূর সূর্য থেকে বহু দুরে
যেখানে রবি কিরনে ঘোচে আঁধারের নিলীমা
ঐ দূরে ,ঐ দূর সূর্য থেকে বহু দুরে
আমি ছেড়েছি আলোকে
আমি ক্লান্ত, ঐ অন্ধকার ছাড়তে
কেউ কি দেখছ ,যেই অতলে আমায় ছায়া?
অনুভূতিহীন সব কিছু দুরে ফেলে
ফিরি সেই ভূবনে, যাকে ভাবি আমার দুনিয়া
কারণ,খুঁজে পেয়েছি নিজেকে আবারো
দূরে ,ঐ দূর সূর্য থেকে বহু দুরে
যেখানে রবি কিরনে ঘোচে আঁধারের নিলীমা
ঐ দূরে ,ঐ দূর সূর্য থেকে বহু দুরে
যেখানে জীবন আলোকিত আমার থেকে দূরে
সুখ খোঁজে ফেরে বাহুডোরে
আমারি মত অন্য কাউকে
তাইতো আমি দূরে ,ঐ দূর সূর্য থেকে বহু দুরে
এই নিন্মতায়
যেখানে খুঁজি জীবনের অর্থবহতা
ভুলে সেই অতীত ব্যার্থতা
কারণ, খুঁজে পেয়েছি নিজেকে আবারো
দূরে ,ঐ দূর সূর্য থেকে বহু দুরে
যেখানে রবি কিরনে ঘোচে আঁধারের নিলীমা
ঐ দূরে ,ঐ দূর সূর্য থেকে বহু দুরে
যেখানে জীবন আলোকিত আমার থেকে দূরে
সুখ খোঁজে ফেরে আমার বাহুডোরে
আমারি মত অন্য কাউকে
তাইতো আমি দূরে ,ঐ দূর সূর্য থেকে বহু দুরে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।