কম্পিউটার পেরিফেরালগুলোর মাঝে কিবোর্ড আর মাউস সবচেয়ে বেশি নোংরা হয়ে থাকে। রোগ-জীবাণু ছড়ানোর জন্য এগুলো নিবেদিত প্রাণ! সমস্যা হচ্ছে কিবোর্ডগুলো পরিষ্কার করাও কঠিন। যত ভাবেই চেষ্টা করুন না কেন কি-এর মাঝে ময়লা থেকেই যায়। একমাত্র উপায় কি-বোর্ড খুলে কিগুলো আলাদা আলাদা করে তারপর পরিষ্কার করা। যা সময় সাপেক্ষ একটা ব্যাপার।
আর এই সমস্যা সমাধানের জন্য বিখ্যাত পিসি পেরিফেরাল নির্মাতা লজিটেক ধোয়া সম্ভব এমন কি-বোর্ড বের করেছে।
প্রতিষ্ঠানটির কে৩১০ কি-বোর্ডটি ১১" বা ৩০ সেন্টিমিটার পর্যন্ত পানিতে ডোবানো যাবে বলে জানিয়েছে। পানি বের হয়ে যাবার জন্য এবং দ্রুত শুকানোর জন্য কি-বোর্ডের গায়ে ফুটো রয়েছে এবং ঝকঝকে দেখানোর জন্য কি-গুলো লেজার প্রিন্ট এবং উপরে ইউভি কোট দেয়া হয়েছে।
তবে কি-বোর্ডটি তারযুক্ত হবার কারণে ধোঁয়ার পর ইউএসবি পোর্টটি ভালোভাবে শুকিয়ে নিতে হবে। লজিটেক জানিয়েছে কি-বোর্ডটির কি-গুলো ৫ মিলিয়ন কি-স্ট্রোক সহ্য করতে সক্ষম।
কি-বোর্ডটি এমাসের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং অক্টোবরে ইউরোপে পাওয়া যাবে। মূল্য মাত্র $৪০ মার্কিন ডলার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।