পাওয়ারশেল কন্টোলারের ‘সবচেয়ে ইতিবাচক দিকগুলোর’ একটি হল, এটি ব্যবহারের সময় ডিভাইসের পুরো স্ক্রিনটি দেখার সুযোগ পাবেন গেইমার। এ ছাড়াও পোর্টেবল গেইমিং কন্টোলারটি সহজেই এঁটে যায় হাতে। ফলে দীর্ঘসময় খেলা যাবে। আর পকেট বা ছোট ব্যাগে করেই বহন করা যাবে এটি।
পাওয়ারশেল কন্ট্রোলারে আইওএস ডিভাইস ইনসার্ট করা অবস্থায়ও ডিভাইসের পাওয়ার অন/অফ বাটন, ক্যামেরা, স্পিকার, হেডফোন এবং চার্জিং জ্যাক ব্যবহার করা যাবে।
আর লম্বা সময় গেইমিংয়ের জন্য কন্ট্রোলারটির রয়েছে আলাদা ১৫০০ মিলিঅ্যাম্পের ব্যাটারি। কন্ট্রোলারে ইনসার্ট করা অবস্থাতেই চার্জ করা যাবে ব্যাটারি দুটি।
নতুন গেইম কন্ট্রোলার নিয়ে লজিটেক গেইমিংয়ের জেনারেল ম্যানেজার এহতিশাম রাব্বানি বলেন, “আইওএস ৭ ডিভাইস ব্যবহারকারীদের কাছে কনসোল গেইমিংয়ের উত্তেজনা পৌঁছে দিতে কন্ট্রোলারটি বানিয়েছি আমরা। আমাদের গবেষণা অনুযায়ী ৮৭ শতাংশ আইফোন এবং আইপড টাচ ব্যবহারকারী নিয়মিত গেইম খেলেন তাদের ডিভাইসে। সময় এসেছে সেই গেইমিং অভিজ্ঞতায় বিপ্লব ঘটানোর।
”
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৬: দ্য গেইম, মেটালস্টর্ম এসেস, গ্যালাক্সি অন ফায়ার এইচডি এবং নাইট্রোর মতো জনপ্রিয় আইওএস গেইম খেলা যাবে পাওয়ারশেল কন্ট্রোলার দিয়ে। কেবল আইওএস ৭ ডিভাইসের সঙ্গেই ব্যবহার করা যাবে এটি। কন্ট্রোলার এবং ব্যাটারিটি বাজারে বিক্রি হবে ৯৯.৯৯ ডলার দামে। পাওয়া যাবে অ্যাপল স্টোরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।