আজ লিখতে চাই নিজের থেকে, যা পড়েছি গত চার বছরে তার আলোকে, এবং ঐসব মানুষের জন্য যারা কৃষিকে ভালোবাসে, রোগের নাম- পার্পল ব্লচ/অলটারনারিয়া লিপ ব্লাইট অফ অনিয়ন রোগ লক্ষণ- ১. প্রাথমিক অবস্থায় রসালো পাতা ও পুষ্পদন্ডে ছোট ছোট গোলাকার পানিভেজা, ডুবানো(sunken) দাগ/লেসন দেখা যায়। ২.শীঘ্রই দাগের রং পরিবর্তন হয়ে যায়, ৩. দাগগুলো আকারে বড় হয়ে zonate সৃষ্টি করে এবং পার্প্লিস বর্ণ ধারণ করে, ৪.দাগের কিনারা পার্পল অথবা লাল বর্ণের হয় এবং চারিদিকে yellowish hallow দ্বারা ঘেরা থাকে, ৫.আক্রান্ত পাতা কুচকিয়ে যায়, হলুদ বর্ণ ধারণ করে, শুকিয়ে যায় এবং সংক্রমিত স্থানে ভেঙ্গে যায়, ৬. রোগ মারাত্বক আকার ধারণ করলে বাল্বও পচে যেতে পারে। রোগটির অনূকুল অবস্থা- ১. তাপমাত্রা ২২-২৫ ডিগ্রি সে. ২.আপেক্ষিক আদ্রতা ৮৫-১০০% রোগটির বিস্তার যে যে ভাবে হতে পারে- ১.স্পোরযুক্ত মাটি ২.ফসলের পরিত্যক্ত অংশ ৩. আক্রান্ত বীজ রোগটির দমন ব্যবস্থা- ১. আক্রান্ত গাছ জমি থেকে তুলে ফেলতে হবে ২. ফসল সংগ্রহের পর পরিত্যক্ত অংশ সমূহ ভালভাবে সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে ৩. জমি সুনিষ্কাশিত রাখতে হবে ৪.থিরাম(Thiram) বা যে কোনো বীজ শোধক কেমিক্যাল (@২.৫গ্রাম/কে.জি.) দ্বারা বীজ ভালোভাবে শোধন করে নিতে হবে ৫. প্রথম রোগের লক্ষণ দেখা দেওয়ার পর থেকে কপার ফানজিসাইড @০.৩% হারে ১০দিন পর পর স্প্রে করতে হবে। ((((সবার প্রতি অনুরোধ রইলো লেখাটা কপিপেষ্ট কিনা তা যাচাই করার জন্য আপনাদের একটুখানি মহামূল্যবান সময় নষ্ট করবেন তারপর কমেন্ট করবেন।)))))
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।