লেখার মতো কিছু করতে পারি নাই কবি তার শব্দগুলো, তোমার জন্য তুলে রেখেছে ময়ূরাক্ষী। তোমার অপেক্ষায়, মেঘগুলো সব বর্ষা থামিয়ে; মুগ্ধ নয়নে চেয়ে আছে তোমার পথে। ঘাসফুলগুলো, ভোরের প্রথম শিশিরটুকু জমিয়ে রেখেছে তোমার পায়ে মাখাবে বলে। শিউলি তলার ফুলগুলো কাল ও ঝরেনি। পাখিগুলোর নির্ঘুম ডানা জাপটানো, রাতের নিরবতা কে অস্থির করে তুলে আরও। তুমি কখন আসবে ময়ুরাক্ষী? তুমি আসলে একটি কবিতার জন্ম হবে, তুমি আসলে বৃষ্টি হবে। তুমি আসলে ভোরের শিশির ঝরে যাবে ঘাসফুল থেকে। তুমি আসলেই শিউলি ফুলে ফুলে সাদা হবে আমার আঙিনাটুকু। তোমার অপেক্ষায় ময়ুরাক্ষী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।