আমাদের কথা খুঁজে নিন

   

Expendables 2 এসেছে।

খাই দাই ঘুমাই আর্নল্ড শয়ারজনেগারকে চেনেন না এমন মানুষ খুব কমি আছে। যারা চেনেন না তাদের জন্য মুভিটা ভাল নাও লাগতে পারে। আর যারা চেনেন, তাদের জন্য শুখবর। কয আর্নল্ড ঈজ ব্যাক উইথ এক্সপান্ডেবলস ২! এতে আরও অভিনয় করেছে Sylvester Stallone, Jason Statham, Jet Li, Bruce Willis সহ আরও অনেকে। মুভিটা ইতিমধ্যেই আয় করে ফেলেছে প্রায় ৩১ মিলিওন ডলার এবং এখন এটি টপ চার্টে শীর্ষে। যদিও এক্সপান্ডেবলস প্রথমটা দেইক্ষা তেমন মজা পাইছিলাম না। কিন্তু এইবার শুধু আর্নল্ডের জন্যই হয়ত মুভিটা দেখবো। এই লন মুভির কয়েকটা স্নেপশট দিলাম। দুই পালোয়ান! এই দেখেন তাকে একশনে! দেখছেন কত বুড়া হয়ে গেছে? তবুও যে বডি বানাইছে তাতে এখনও জুয়ান আছে। দেখেন না ক্যামনে রাইফেল চালাইতেছে!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.