আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসি বোমাবাজদের এভাবেই মারা দরকার

বিদ্রোহী রণ ক্লান্ত .. আমি সেই দিন হব শান্ত .... সন্ত্রাসি বোমাবাজদের এভাবেই কুকুরের মত গুলি করে মারা দরকার। বোস্টন ম্যারাথন রাস্তায় হামলাকারী জোখার সারনায়েভ ও তাঁর বড় ভাই তামেরলান সারনায়েভকে ঘিরে এখন বিশ্বজুড়ে চলছে নানা গুঞ্জন। তাঁরা কারা? তাঁরা কেন এই হামলা চালাতে গেলেন? তাঁদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর আঁতাত আছে?—এমন সব প্রশ্নের জবাব খুঁজছেন সবাই। তাঁর বড় ভাই তামেরলানকে চিহ্নিত করার পর ধাওয়া করে গুলিকরে হত্যা করে পুলিশ, ছোট ভাই জোখারকে তার পরদিন গুলিবিদ্ধ করে গ্রেফতার করা হয়। এই দুদিন এই দুই খুনিকে খোঁজার জন্য শহরে সান্ধ্য আইন জারি করেছিল।

এফবিআই বলেছে, একটি বিদেশি (রাশীয়া) সরকারের অনুরোধে ২০১১ সালে তাদের এজেন্ট তামেরলানকে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে ওই সময় তাঁর বিরুদ্ধে তেমন কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। এ কারণে তখন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। রাশিয়ার ককেশাস অঞ্চল ছেড়ে জোখার ও ভাই যুক্তরাষ্ট্রে এসেছিলেন শিশুকালেই । এক আত্মীয় জানান, সারনায়েভ পরিবার যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কিরগিজস্তানে কিছুদিন অবস্থান করেছিল।

সহপাঠী সূত্র জানায়, জোখার কেমব্রিজ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়েছেন। কুস্তিতে (রেসলিং) পারদর্শিতার জন্য তিনি ২০১১ সালে আড়াই হাজার মার্কিন ডলারের কেমব্রিজ বৃত্তি অর্জন করেন। জোখারকে গ্রেপ্তারের পর এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘এ হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যা যা করার দরকার, তা-ই করা হবে। ’ বিরোধী দল কিন্তু বলেনি "পাখির মত গুলিকরে মারছে, আমরা ক্ষমতায় এলে ট্রাইবুনাল বানিয়ে এসবের বিচার করব"!সন্ত্রাসি বোমাবাজদের এভাবেই কুকুরের মত গুলি করে মারা দরকার।

বোস্টন ম্যারাথন রাস্তায় হামলাকারী জোখার সারনায়েভ ও তাঁর বড় ভাই তামেরলান সারনায়েভকে ঘিরে এখন বিশ্বজুড়ে চলছে নানা গুঞ্জন। তাঁরা কারা? তাঁরা কেন এই হামলা চালাতে গেলেন? তাঁদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর আঁতাত আছে?—এমন সব প্রশ্নের জবাব খুঁজছেন সবাই। তাঁর বড় ভাই তামেরলানকে চিহ্নিত করার পর ধাওয়া করে গুলিকরে হত্যা করে পুলিশ, ছোট ভাই জোখারকে তার পরদিন গুলিবিদ্ধ করে গ্রেফতার করা হয়। এই দুদিন এই দুই খুনিকে খোঁজার জন্য শহরে সান্ধ্য আইন জারি করেছিল। এফবিআই বলেছে, একটি বিদেশি (রাশীয়া) সরকারের অনুরোধে ২০১১ সালে তাদের এজেন্ট তামেরলানকে জিজ্ঞাসাবাদ করেছিল।

তবে ওই সময় তাঁর বিরুদ্ধে তেমন কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। এ কারণে তখন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। রাশিয়ার ককেশাস অঞ্চল ছেড়ে জোখার ও ভাই যুক্তরাষ্ট্রে এসেছিলেন শিশুকালেই । এক আত্মীয় জানান, সারনায়েভ পরিবার যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কিরগিজস্তানে কিছুদিন অবস্থান করেছিল। সহপাঠী সূত্র জানায়, জোখার কেমব্রিজ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়েছেন।

কুস্তিতে (রেসলিং) পারদর্শিতার জন্য তিনি ২০১১ সালে আড়াই হাজার মার্কিন ডলারের কেমব্রিজ বৃত্তি অর্জন করেন। জোখারকে গ্রেপ্তারের পর এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘এ হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যা যা করার দরকার, তা-ই করা হবে। ’ বিরোধী দল কিন্তু বলেনি "পাখির মত গুলিকরে মারছে, আমরা ক্ষমতায় এলে ট্রাইবুনাল বানিয়ে এসবের বিচার করব"!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।