আমাদের কথা খুঁজে নিন

   

কুয়েতের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন আদালত

কুয়েতের সর্বোচ্চ আদালত আজ রোববার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন এবং নতুন নির্বাচন আয়োজনের আদেশ দিয়েছেন।
রয়টার্স বলছে, দেশটির আমির নির্বাচনব্যবস্থা সংস্কার করে সম্প্রতি এক আদেশ জারি করেছেন। এর বিরোধিতা করে ও বাতিলের দাবি জানিয়ে দেশটির সাংবিধানিক আদালতে আবেদন করেছিল বিরোধী দল। বিরোধী দলের আবেদন প্রত্যাখ্যান করে সর্বোচ্চ আদালত আজ এ আদেশ দিয়েছেন বলে জানান সাংবিধানিক আদালতের প্রধান বিচারক ইউসুফ আল-মুতাওয়া।
উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে কুয়েতের রাজনৈতিক স্থিতিশীলতা পুরো বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট খনিজ তেলের ছয় শতাংশের মালিক এই ছোট দেশটি। সম্প্রতি এর পরিবারভিত্তিক রাজতন্ত্র ও নির্বাচিত সরকারের মধ্যে মতবিরোধ বাড়ছে, যদিও দেশটির স্থিতিশীলতার জন্য দুপক্ষের সমঝোতা খুবই প্রয়োজন।
নির্বাচন বিধি সংস্কারে আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ যে প্রজ্ঞাপন জারি করেছেন, সেটি কতটুকু সাংবিধানিক হয়েছে, তা জানতে চেয়েছিল বিরোধী দল।
সাংবিধানিক আদালতের প্রধান বিচারক ইউসুফ আল-মুতাওয়া বলেন, শুনানির পর আদালত বিরোধী দলের চ্যালেঞ্জকে উপেক্ষা করার সিদ্ধান্ত নেন এবং আমিরের প্রজ্ঞাপনকে সঠিক বলে রায় দেন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।