আমাদের কথা খুঁজে নিন

   

কুয়েতের একটি পুরনো জিনিস পত্র বিক্রয় র্মাকেট, ছবি সহ দেখূন।

সময় খুবই কম। পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট কুয়েত, আয়তন ও জন সংখ্যার তুলনায় এদের সম্পদ প্রচুর, বিশেষ করে তেলের কারণে দুনিয়ার অন্যতম ধনী রাষ্টে পরিণত হয় এই কুয়েত। মজার ব্যাপার হলো এত ধনী রাষ্ট হবার সত্বেও এই সম্পদ সমৃদ্ধ রাষ্টে আমাদের দেশের ঢাকা , চট্টগ্রাম শহরের মত রাস্তার পার্শ্বে ফেরী করে বিক্রয় করা হয় পুরনো জিনিস পত্র, কুয়েতের এই পুরনো জিনিস পত্র র্মাকেটকে আরবীতে কুয়েতী ভাষায় বলা হয় (সুক জুমা ) সুক মানে বাজার আর জুমা মানে শুক্রবার, যদিও এই র্মাকেট সাপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শুক্রবার বসে। এই র্মাকেটে প্রায় বেশীর ভাগ পুরানো জিনিস পত্র বিক্রয় করা হয়, দাম অত্যান্ত কম, প্রায় ব্যাবহারে মুল্যবান জিনিস এখানে পাওয়া য়ায়, যাবতীয় ইলেকট্রনিক্স সামগ্রী, যেমন কম্পিউটার , টিভি, ফ্রিজ, এসি, যাবতীয় কাপড়, জুতা, ঘরের যাবতীয় ব্যাহারের সামগ্রী, রান্ন ঘরের ব্যাবহারের সামগ্রী, বাচ্চাদের খেলনা, ইলেকট্রিক সামগ্রী, ইথ্যাদি, এই র্মাকেটের বেশীর ভাগ বিক্রয় কর্মী বাংলাদেশী, তবে প্রচুর বাংলাদেশীর নিজস্ব দোকান রয়েছে এই কুয়েতের সুক জুমা র্মাকেটে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।