আমাদের কথা খুঁজে নিন

   

নিম্ন নিন্ম মধ্যবিত্তের ঈদ

আমি মুক্ত এক মাস রোজার পর আসে ঈদ । আমি জানতে চাই না সেই সব মানুষগুলির কথা, যাদের কিছু কিনতে বা খরচ করতে চিন্তা করতে হয় না। আমি তাদের কথাও জানতে চাইনা যারা দিন আনে দিন খায় শ্রমজীবি। আমি জানতে চাই তাদের কথা যারা বেসরকারি নিম্ন নিন্মবিত্ত চাকরীজীবি যাদের আয় ৫০০০-১৫০০০ এর মধ্যে এবং অতিরিক্ত কোন আয়ের সূযোগ যাদের নাই তাদের অবস্থা হয় সবচেয়ে করুন । কারন যে বেতন তারা পায় তা দিয়ে টেনেটুনে প্রতি মাসে সংসার চালায়।

তো এই রোজার মাসে সবার বাজার খরচ বেড়ে যায় ৫০% তাদের জন্যে কি এর ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ আছে। আর তারা নাম মাত্র যে ঈদের বোনাস পায় তা দিয়ে এই অতিরিক্ত বাজার খরচটা চালাতে হিমসিম খেয়ে হয় তাদের। কারন তাদের বোনাস কখনও ৬০% এর বেশী হয় না বেতনের যা কিনা রোজার বাজারেই চলে যায়। বাকী থাকে ঈদের বাজার। এই দুমুল্যের বাজারে কিভাবে তারা পরিবার পরিজনের জন্যে ঈদের কাপড় কিনে, কেউ কি ভেবেছে কখন? না কেউ ভাবে না তাদের জন্যে কারন তারা কোথাও গিয়ে বলতে পারে না তাদের এই সমস্য।

এই নিয়েই চলতে হয় তাদের ধুকে ধুকে......। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.