আমাদের কথা খুঁজে নিন

   

Movie Review: The Avengers

LATEST UPDATE : ======================================== যদিও ব্লু রে ২৫সে সেপ্টেম্বর বের হওয়ার কথা কিন্তু some how আগে আগে বের হয়ে গেছে। Direct Download link এখনো পাইনি। তাই Torrent link দিলাম। yify yify এর লিংক দিলাম। ফাইল সাইজ টা একটু বড়।

কিন্তু কোয়ালিটি খুব ভাল । আশাকরি ভাল লাগবে। এর থেকে ভাল কিছু পেলে সেয়ার করব। ========================================== **এই ব্লগটি একই সাথে আজাইরা প্যাঁচাল এ প্রকাশিত** অবশেষে সিনেপ্লেকসে দেখেই ফেললাম "The Avengers" ছবিটা । দীর্ঘ একবছর প্রতীক্ষার পর অবশেষে দেখা পেলম এই ঐতিহাসিক ছবির।

এক কথায় বলতে গেলে অসাধারণ ! তাছাড়া আর কয়টা মুভিতে একসাথে Iron Man, Hulk, Thor, Captain America, Hawkeye, এবং Black Widow এর মত সব সুপার হিরোদের একসাথে পাওয়া যায়ে?? ছবির শুরুতে দেখা যায় Asgardian "Loki", পৃথিবীতে তার রাজত্ব কায়েম করতে জোট বাধে Chitauri নামক এক এলিয়েন সেনা প্রধাণের সাথে। S.H.I.E.L.D., এর ডিরেক্টর Nick Fury অনেক আগেই এমন দিনের আসংকা করেছিল। তাই "Loki" এর আগ্রাসন দমন করতে সে সুপার হিরোদের নিয়ে গঠন করে "The Avengers"। এর সদস্যরা হচ্ছে Iron Man, Hulk, Thor, Captain America, Hawkeye, এবং Black Widow। Nick এর দৃঢ় বিশ্বাস এই চরম দুসময় এই সুপার হিরোদের দলই (মহাজোট ?? ) পারবে পৃথিবীকে রক্ষা করতে।

কিন্তু বিধিবাম ! আমাদের দেশের রাজনিতীক নেতাদের মত এরাও ঐকমত হতে পারে না ! আর তাদের এই বিবাদ কে কাজে লাগিয়ে আক্রমণ করে "Loki" ও তার এলিয়েন বাহিনী। এই ঘটনা দেখে "The Avengers" রা (ঐকজট ! ) ঝাপিয়ে পরে পৃথিবীকে রক্ষা করতে! আর তাদের সমবেত প্রচেষ্টার ফলে এ যাত্রায় পৃথিবী রক্ষা পায়। মাল্টিপল সুপার হিরো ছবি গুলোর প্রধান সমস্যা হয় চরিত্রের গভীরতা নিয়ে। সেদিক থেকে "The Avengers" অনেকটাই সফল । প্রতিটি সুপার হিরোরই এখানে সমান গুরুত্ব পেয়েছে এবং কাহিনীর ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে নিপুন ভাবে ।

আর এর জন্য ধন্যবাদ পাওয়ার দাবী রাখে ছবির লেখক Zak Penn, Joss Whedon, পরিচালক Joss Whedon এবং প্রযোজক Kevin Feige। ছবির এ্যাকশন দৃশ্য গুলো এক কথায় অসাধারণ। তবে আমার কাছে storyline ও কমিক কান্ডকারখানা গুলো বেশি এন্জয়েবল মনে হয়েছে, বিশেষ করে Captain America এর আধুনিক বিশ্বে নিজেকে বেমানান ভাবা, Iron Man আর Thor এর ego conflict, কিংবা "Hulk" এর "Thor" কে কমিক ভাবে আকস্মিক ঘুষি অথবা "Loki " কে শেষদৃশ্যে বিশেষ "রাম ধলাই" সবার কাছেই ভাল লাগার কথা। I am always angry (Thanks to "সজল_হাসান") Hulk Punch Thor (Thanks to "সজল_হাসান") "Loki " এর "রাম ধলাই" Blu Ray Release (Thanks to "সজল_হাসান") ব্লক ব্যাস্টার এই ছবির নির্মাণ খরচ ২২০ মিলিয়ন আর এখন পর্যন্ত আয় করেছে ১.৪২ বিলিয়ন ! যদিও IDBM Score 8.5 out of 10 এবং rotten tomatoes score 8 out of 10, তবে আমার মতে এক 9.5 out of 10 দেয়া যেতে পারে। ব্যাবসা সফল এ ছবির পরবর্তী পর্বের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ২০১৫ পর্যন্ত।

তবে এতে মন খারাপ করার কোন কারন নেই, এর মাঝে মুক্তি পাবে : Iron Man 3 (2013) Halk (2015 Tentative) Thor: The Dark World (2013) Captain America: The Winter Soldier (2014) এই ছবির ডাউনলোডের কোন লিংক দিলাম না। কারন এমন অসাধারাণ একটা ছবির ক্যামেরা প্রিন্ট বা "So called DVD Print" দেখে ছবির স্বাদ নষ্ট করার কোন মানে হয় না। আর Blu Ray এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এ বছরের ২৫সে সেপ্টেম্বর পর্যন্ত। তাই যদি এই ঈদের ছবি হিসেবে দেখে চাইলে চলে যেতে পারেন সিনেপ্লেক্সে । তবে ঈদের দিন সিট নাও পেতে পারেন সূত্র: wikipedia youtube.com image.google.com **এই ব্লগটি একই সাথে আজাইরা প্যাঁচাল এ প্রকাশিত** ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।