জানতে চাই জানাতে চাই সিরিয়াস টাইপ মুভি দেখতে দেখতে ক্লান্ত?চলুন তাহলে এবার একটু হাসির খোরাক জোগানো যাক।
ডিক হারপার যেদিন তার জব এ প্রোমোশন পেলো সেদিনই সে তার জব হারাল। অথচ এই প্রোমোশন এর আশায় সে তার স্ত্রী জেন কেও তার জব ছাড়াতে বাধ্য করেছিল। দুজনই এখন বেকার। বিশ্ব মন্দার সময়ে তারা কোন নতুন কাজও খুজে পাচ্ছে না।
ঘর,গাড়ি এবং জমানো টাকা সবই চলে গেল ব্যাংক এর ঋণ শোধ করতে। ঘর এর দামি জিনিসপত্র বিক্রি করে কদিন ই বা চলা যায়। এক সময় জীবিকার জন্য তারা বেছে নেয় অন্যায় এর জীবন । কিন্তু ক্রাইম করার পথগুলো যে এমন হাস্যকর হতে পারে তা এই মুভি না দেখলে বুঝাই যায় না।
'the mask' এর পর jim carrey এর অভিনীত এটাই সবচেয়ে কমেডি মুভি মনে হয়েছে আমার।
১৯৭৭ সালের মূল মুভিটির রিমেক এই মুভিটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।