আমাদের কথা খুঁজে নিন

   

Love ম্যারেজ Vs Settle ম্যারেজ

প্রজাপতির মত ডানা মেলে উড়ে বেড়ায় আমার ভাবনা গুলো, মাঝে মাঝে ওদের ছুঁতে পারি, মাঝে মাঝে হারিয়ে ফেলি... স্কুল থেকে ফিরে নব তার মা’কে এক জটিল প্রশ্ন করে বসে। “আম্মু তোমাদের love ম্যারেজ নাকি settle ম্যারেজ”? তৃতীয় শ্রেণীতে পড়ুয়া (সবার ধারনামতে বোকা), যে ছেলে ঠিকমত বাক্য গঠন করে বলতে পারেনা, সেই ছেলের এমন প্রশ্ন শুনে তার মা স্তম্ভিত। ক্ষণিক পরে ওনার মনে হয় এই প্রশ্নের পিছনে নিশ্চয় কোন রহস্য আছে। অনুসন্ধানে জানা যায়, নব’র বন্ধুরা ধারনা করছে নব’র বাবা- মায়ের love ম্যারেজ। বন্ধুদের ধারনা ভুল প্রমানিত হওয়ায় সে তার মাকে অনুযোগ করে কেন তার বাবা-মা love ম্যারেজ করল না? এই প্রশ্নের কি উত্তর দেবে তার মা ঠিক বুঝে উঠতে পারেন নি...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।