।অনেস্টি ইজ দ্যা বেস্ট পলেসি। যে খুশির আনন্দে কখনও কোনো পরিবর্তন ঘটেনা সেটাই হোচ্ছে ঈদের আনন্দ। আর মাত্র কয়েক ঘন্টা পরেই ঈদের নামাজ পড়তে যাবো,প্রবাসের ২৮তম ঈদের।ব্রডওয়েতে বিশাল ঈদের জামাতের ব্যাবস্থা করা হোয়েছে,সবাই চলে আসুন ৯টার মধ্য। ছোটবেলার ঈদ,কিশোর বয়সের ঈদ,তারুণ্যের ঈদ,যুবক বয়সের ঈদ,মধ্য বয়সের ঈদ কিংবা পরিনত বয়সের ঈদ সব বয়সের ঈদ-ই বয়ে নিয়ে আসে আনন্দের সওগাত।ধনী-দরিদ্রের মধ্য কোন ভেদাভেদ করেনা ঈদ।সেই ঈদের মোবারক-বাদ জানাচ্ছি সামুর সকল ব্লগার বৃন্দকে। ঈদ মোবারক!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।