তখন কেবল ঢাকা ইউনিভারসিটির অনার্স ফাইনাল সেমিস্টার। চিন্তা করছিলাম একাউন্টিং পড়লাম কেন? কি করব এখন। যখন HSC পড়ছিলাম তখন দেখতাম Notre dame এর অনেকেই বাইরে চলে যাচ্ছে। তখন যেমন আমার কোন ইচ্ছাও ছিল না, তেমন কোন ধারোনাও ছিল না। কিন্তু অনার্স পড়ার সময় কেন যেন মনে হল আমাকে দিয়ে কিছুই হবে না।
একটা চাকরিও জোগাড় করতে পারব না আমি। এখন কি করব?
আমার বন্ধু নাসিম ছিল এব্যাপারে খুবই সচেতন। ও জানত ও কি করবে। ও জানত ও নরওয়ে অথবা ইউরোপের কোন এক দেশে যাবে। ওর এক বোনও থাকতেন নরওয়েতে।
ও অনেক খোজখবরও নিয়ে রেখেছিল কি করে বাইরে যাওয়া যায় পড়াশুনা করার জন্য। আর ও একা না, মনে হয় সবাই বিদেশে পড়তে যেতে চাইত। সবাই তখন মনে করত বিদেশে গেলেই সব সমস্যার সমাধান। ওই আমাকে বল্ল - টোফেল করার জন্য।
যতটুকু ভুল তথ্য জানলাম তাতে আমার তখন মনে হল - টোফেল দিলেই মনে হয় বিদেশে যাওয়া হয়ে গেল।
সব সমস্যার সমাধান হল। কিন্তু এখন মনে হয় সেটাই ছিল সমস্যার শুরু। অন্য আরেকদিন বলব সমস্যা কেন মনে করি।
P.S. এটা আমার প্রথম চেষ্টা অনলাইনে বাংলা লেখার। দয়া করে আমার সাথে থাকুন।
If you can find something everyone agrees on, it's wrong.
----Mo Udall
any comment:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।