আরও নাড়ু চাই বোল্টের সঙ্গে ক্রিকেট খেলবেন ব্লেকও! এখানে ক্লিক করুন তাদের পেলে একটা টিম কি কি সুবিধা পেতে পারে দেখিঃ -রানিং সুবিধা -ফিল্ডিংসুবিধা রানের ক্ষেত্রে সুবিধা হল কিপারের কাছে বল যেতে যেতে বোল্ট ও ব্লেক ১ বার খুব আরামের সহিত ক্রিজ পরিবর্তন করতে পারবেন। আর ফিল্ডিং এ ছয় না বাচাতে পারলে ও অনেক বল চার হওয়া থেকে বিরত রাখতে পারবেন। আর একজন দিয়ে কয়েকজনের ফিল্ডিং করাম সম্ভব। সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা ও আছে, যেমন-বোল্ট ও ব্লেক এর অপর প্রান্তে যে থাকবে সে হয়ত তার সাথে রানিং কলে রেস্পন্স করতে পারবে না, যাতে করে হবে রান আউট। তবুও দেখা যাক তারা কার্যত কি করতে পারে ক্রিকেটের জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।