আমাদের কথা খুঁজে নিন

   

আকসুর প্রতিবেদনের জন্য অপেক্ষা বাড়ছে

বিসিবির সভাপতি বলেছিলেন সর্বোচ্চ এক সপ্তাহের কথা। কিন্তু তদন্ত করতে গিয়ে আরও অনেক নতুন মোড় বেরিয়ে আসছে বলেই হয়তো সময় নিচ্ছে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু)। এত দিনে প্রকাশিত হওয়ার কথা থাকলেও এখনো তাই আলোর মুখ দেখেনি আকসুর চূড়ান্ত প্রতিবেদন। সেটি হাতে পেতে আরও কিছুদিন দেরিই হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।
৪ জুন সর্বশেষ গণমাধ্যমের সামনে কথা বলেছিলেন বিসিবির সভাপতি।

জানিয়েছিলেন, পাঁচ বা ছয় দিনের মধ্যেই পাওয়া যাবে আকসুর প্রতিবেদন। কিন্তু ১২ দিন পার হয়ে গেলেও এখনো কোনো খবর নেই প্রতিবেদনটির। আজ ‘ডেইলি স্টার’কে দেওয়া এক সাক্ষাত্কারে বিসিবির সভাপতি বলেছেন, ‘আমি যত দূর জানি আকসুর কর্মকর্তারা গত বৃহস্পতিবার বাংলাদেশ ছেড়ে গেছেন। যাওয়ার আগে তাঁরা আমার সঙ্গে দেখা করতে পারেননি, কারণ আমি দেশের বাইরে ছিলাম। কিন্তু আমাকে জানানো হয়েছে, প্রতিবেদনটি জমা দেওয়ার জন্য তাঁদের আরও এক সপ্তাহ সময় লাগবে।


আকসুর তদন্তে আরও অনেক কিছু বেরিয়ে আসছে বলেই প্রতিবেদন জমা দিতে দেরি হচ্ছে বলে অনুমান করছেন নাজমুল হাসানও। গত ৪ জুনের পর তাঁরা আরও একটি সাক্ষাত্কার নিয়েছেন বলে জানিয়েছেন তিনি, ‘শেষবারের সাক্ষাতে তাঁরা আমাকে বলেছিলেন, দুবাইয়ে আরেকজনকে জিজ্ঞাসাবাদ করবেন। তাঁরা নিশ্চয়ই নতুন কোনো তথ্য খুঁজে পেয়েছেন, না হলে আবার ঢাকায় আসতে যাবেন কেন?’
প্রতিবেদনটি কীভাবে হস্তান্তর করা হবে সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেননি বিসিবির সভাপতি। তবে ২৩ জুন ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসির বার্ষিক সভায় প্রতিবেদনটি হস্তান্তরিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।