বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, “আকসু ডেকে পাঠানোয় সকালে হোটেল র্যাডিসনে যান শিহাব। সেখানে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ”
গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত ঢাকা গ্ল্যাডিয়েটর্স-চট্টগ্রাম কিংসের বিপিএলের ম্যাচটি নিয়ে তদন্ত করছে আকসু। এর আগে বাংলাদেশের কয়েক জন ক্রিকেটারকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল তারা।
সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সন্দেহজনক সেই ম্যাচে গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দেয়া মোহাম্মদ আশরাফুল জিজ্ঞাসাবাদে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, মালিক পক্ষের নির্দেশেই নাকি ম্যাচটা ‘ছেড়ে’ দেয়া হয়।
পরে গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ মোহাম্মদ রফিকও স্বীকার করেন, ম্যাচটি পাতানো ছিল। তিনি জানান, “ঐ ম্যাচের আগে গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার সানোয়ার হোসেনের রুমে কয়েক দফা বৈঠক হয়েছিল। তবে সে সব বৈঠকে আমি এবং কোচ ইয়ান পন্ট ছিলাম না।
”
“বৈঠকে দলের কয়েক জন খেলোয়াড় এবং মালিকপক্ষের কয়েক ব্যক্তি ছিলেন। পরে কয়েক জন খেলোয়াড় আমাকে জানান, মালিকপক্ষ নাকি ম্যাচটি ছেড়ে দিতে বলেছিল। ”
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, ম্যাচ পাতানো তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বৈঠকে বসবে আকসু। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটিকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।