আমাদের কথা খুঁজে নিন

   

কাহলিল জীব্রান থেকে পাঠ:

কাখে শিশু সমেত রমণী বললেন, আমাদের সন্তানদের সম্পর্ককে কিছু বলুন। তিনি বললেন: তোমাদের সন্তানেরা তোমাদের না তারা আগামী জীবনের পুত্র-কন্যা তাদের আগমন তোমাদের মাধ্যমে উৎসমুখ তোমরা নও তারা বাস করে তোমাদের সাথে তোমরা তাদের মালিক নও। ওদেরকে ভালবাসা দাও দিও না তোমাদের চিন্তাভাবনা নিজস্ব ভাবনা জগতে লালিত ওরা শরীর যাপনের জন্য বানাতে পার ওদের ঘর কষ্মিনকালেও পারবে না চেতনার জন্য ওদের চেতনার নিবাস ভবিষ্যৎ ঘরে; সেখানে যাওয়া তোমাদেন স্বপ্নাতীত। চেষ্টা করতে পার আপ্রাণ তাদের মত হতে তবে তাদেরকে তোমাদের মত বানাতে চেষ্টা করো না জীবনচাকা পশ্চাদমুখী না জীবন কখনো যাপিত হয় না অতীত গহ্বরে । তোমরা ধনুক আর তোমাদের সন্তানেরা সমুখপানে ধাবিত তীর । তীরন্দাজ জানে অসীম পথের নিশানা করে শক্তিপ্রয়োগ, যাও বেঁকে তোমরা দ্রুতবেগে তীর ছুটে সমুখপানে । তোমাদের এই বেঁকে যাওয়া হোক সুখময় । তীরন্দাজ তো ভালবাসে ছুটন্ত তীর আর সুস্থির ধনুক উভয়কেই। ( ভাবানুবাদে: মোহাম্মদ আন্ওয়ারুল কবীর)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।