আমার এই পথ চলাতেই আনন্দ... অবশেষ স্টিভ জবসের চুরি যাওয়া আইপ্যাডটি পাওয়া গেছে একজন প্রফেশনাল জোকারের কাছে। তবে পুলিশকে সে জানিয়েছে যে, তার কোন ধারনাই নেই এটি অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের বাড়ি থেকে চুরি হয়ে যাওয়া আইপ্যাড!
ক্যানেথ কান ("কেনি দ্য ক্লাউন" নামে পরিচিত)নামের সেই ক্লাউন পুলিশকে আরো জানিয়েছেন যে, তিনি ওই আইপ্যাডটি তার এক বন্ধুর কাছ থেকে পেয়েছেন, এবং পরে দেখেছেন যে সেই বন্ধুটিকে পুলিশ স্টিভ জবসের বাড়িতে অনুপ্রবেশের জন্য গ্রফতার করেছে।
তিনি আরো জানান যে, আইপ্যাডটি তার কাছে মাত্র কয়েক দিন ছিল। এবং তারপরেই পুলিশ সেটা উদ্ধার করে, এবং জবসের পরিবারের কাছে ফেরত দিয়ে দেয়।
প্রফেশনাল সেই ক্লাউন আরো বলেন যে, তিনি কখনই ভালো করে দেখেননি ওই ট্যাবলেটে কী রয়েছে।
তিনি কেবল "পিংক প্যান্থার" গানটি ডাউনলোড করেছেন, এবং সেটা বাচ্চাদের আনন্দ দেয়ার সময় ব্যবহার করতেন।
আগস্টের ২ তারিখে তার বন্ধু ক্যারিয়েম ম্যাকফার্লিনকে পুলিশ গ্রেফতার করে। এই গ্রেফতারের আগ পর্যন্ত ৬৪ গিগাবাইটের সেই আইপ্যাড সম্পর্কে তার তেমন ধারনা ছিল না। ম্যাকফার্লিন যখন ওই আইপ্যাড ব্যবহার করে আইটুইন্স অ্যাকাউন্টে প্রবেশ করে, তখুনি অ্যাপলের অনুসন্ধানী দল তাকে ট্র্যাক করে ফেলে। তিনি স্বীকার করেছেন যে, জবসের বাড়ি ভেঙ্গে প্রবেশ করেছিলেন।
এবং পরে এর জন্য ক্ষমা চেয়েছেন।
স্থানীয় পত্রিকা স্যানহোজে মার্কারী নিউজ-এর সূত্রমতে, ম্যাকফার্লিন একজন ভবঘুরে মানুষ। সে থাকার একটি জায়গা খুঁজছিল। তখন জবসের বাড়িতে রিনোভেশন চলছিল। ১৭ জুলাই মিস্ত্রীরা কাজ করে চলে গেলে শূন্য বাড়িতে ঢুকে পড়ে ম্যাকফার্লিন।
এবং একটি বাড়তি চাবিও পেয়ে যায়। সেই সময় তার কোনও ধারনাই ছিল না যে, সে সিলিকন ভ্যালীর সবচে আলোচিত মানুষটির বাড়িতে প্রবেশ করে ফেলেছে।
মাত্র ১৫ ঘন্টায় সেই লোক জবসের বাড়ি থেকে তার ওয়ালেট, ড্রাইভার লাইসেন্স, আইফোন, আইপড, আইপ্যাড এবং প্রায় ৬০,০০০ ডলারের গহনা নিয়ে যায়।
সূত্র- Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।