!
স্টিভ জবসকে বলা হয় কর্পোরেট আমেরিকার অন্যতম একজন মনোমুগ্ধকর প্রেজেন্টার। প্রেজেন্টেশনের ক্ষেত্রে তার যে দক্ষতা ও অভিজ্ঞতা তা অদ্বিতীয়। জবসের প্রেজেন্টেশন তার অডিয়েন্সকে ধরে রাখে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। জবসের দক্ষতা এক্ষেত্রে এতটাই বেশি যে যে কোন ধরনের এবং যে কোন মানসিকতার অডিয়েন্সকে তিনি ধরে রাখতে পারেন একেবারে সুপার গ্লুর মত শুধুমাত্র তার কথার দক্ষতা দ্বারা, মাতিয়ে রাখতে পারেন পুরো হল এবং হল ভর্তি দর্শককে।
তার প্রেজেন্টেশন সম্পর্কে একটা কথা বিশেষভাবে উল্লেখ করা হয় যে, "তিনি কোন পণ্য বিক্রি করেননা, তিনি স্বপ্ন বিক্রি করেন।
" তার প্রেজেন্টেশনের সময় দর্শকের কখনই মনে হবেনা যে তিনি কোন কিছু বিক্রয় করতে চাচ্ছেন। তিনি আসলে স্টেজে দর্শকের স্বপ্নকে জাগিয়ে তোলেন এবং সেই স্বপ্নের গায়ে আবরণ লাগিয়ে তা সত্য করার চেষ্টা করেন।
তার সম্পর্কে আরেকটা কথা বলা হয়। সেটা হল, অন্যান্য প্রেজেন্টাররা প্রেজেন্ট করে কিন্তু জবস মোটিভেট করেন।
কিন্তু অসাধারণ এই মানুষটির এই অসাধারণ প্রেজেন্টেশন দক্ষতা কিন্তু একদিনে তৈরি হয়নি।
১৯৮৪ সালে তিনি একটি প্রেজেন্টেশন দিয়েছিলেন যা ছিল সেই সময়কার সর্বশ্রেষ্ঠ প্রেজেন্টেশন। সেই সময় থেকে শুরু করে তিনি প্রতিনিয়ত প্রেজেন্টেশনে দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য ও দক্ষতা যা যে কেউ অকপটে স্বীকার করতে বাধ্য।
জবসের প্রেজেন্টেশন নিয়ে অনেক আর্টিকেল ও কলাম লেখা হয়েছে। যারা দক্ষ কমেন্টেটর ও ক্রিটিক তারা বিভিন্নভাবে জবসের প্রেজেন্টেশনের অসাধারণ এবং অদ্বিতীয় বিষয়গুলো কলমে তুলে এনেছেন। তার মধ্যে জবসের প্রেজেন্টেশন স্কিল নিয়ে একটি বই পর্যন্ত লেখা হয়েছে।
সেটি হল : "The Presentation Secrets of Steve Jobs"
এই বইটিতে জবসের এই অসাধারণ প্রেজেন্টিং দক্ষতার ব্যবচ্ছেদ করার চেষ্টা করা হয়েছে। তুলে ধরা হয়েছে কেন তিনি অন্যদের চেয়ে আলাদা এবং সর্বোপরি কেন তিনি অদ্বিতীয়!!!
যারা নিজেদের প্রেজেন্টশন স্কিল বাড়াতে চান তারা বইটি ডাউনলোড করে পড়তে পারেন। সম্ভবত বিজনেসের স্টুডেন্টদের এটা খুব কাজে লাগবে। কে জানে, হয়ত আপনিও হয়ে যেতে পারেন প্রেজেন্টেশনের ক্ষেত্রে নেক্সট স্টিভ জবস!!!!
বইটি ডাউনলোড করুন এখান থেকে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।