আসুন না একটা দিন দিয়ে দেই দেশের জন্য কিংবা দেশের আর্ত মানতার নামে উৎসর্গ করি আজকের কিছু মুহূর্ত । আজকের দিনের চিন্তা শুধুই হবে নতুন,আজকের দিনে যা কিছু সুন্দর সবই হবে আপন আবার আমার দেশের যা কিছু অসুন্দর সেগুলুও হবে আমার।
একটি তরুণ দেশ আমাদের এই বাংলাদেশ , ৪০ বছর বয়স এই দেশের । বাংলাদেশের সবচেয়ে যেই আশার কথা তা হলো দেশের মোট জনসংখ্যার প্রায় ৬০%-৭০% লোকই তরুণ । আমরা এগুবই হয়ত একটু দেরি হবে , আমাদের প্রানের উচ্ছলতা বিজয় আনবেই ।
আমদের অনেক আছে শুধু প্রয়োজন ব্যাবহারের , আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য রেখে গেছেন অনেক কেননা তারা অনেক কিছুই ব্যাবহার করতে পারেন নি । সুতরাং এখন আমরা সেগুলু নিয়ে এগিয়ে যাব সামনে ।
আমাদের অনেক মানুষ আছেন যারা দক্ষ এবং বিখ্যাত । আমরা আমাদের সেই মানুষগুলিকে নিয়ে আস্তে হবে সামনে । এরাই পারে আমাদের পথ দেখাতে আগামির এবং সুন্দরের ।
আমাদের ঐতিহ্য হাজার বছরের , আমাদের ঐতিহ্য আমাদের সম্মান এবং সম্পদ । বিশ্বের অনেক দেশের চেয়েই সমৃদ্ধ এবং সুন্দর । আসুন একে ঘিরেই হোক আমাদের পথচলা ।
আমাদের ইতিহাস বলে আমরা সংগ্রামী , আমরা মাথা নুয়াইনি অন্যায়ের বিরুদ্ধে । আমারা মুক্তিযুদ্ধ করেছি নয় মাস , স্বাধীন করেছি আমার দেশ ।
তার চেয়েও ইউনিক হল আমদের ভাষা আন্দোলন । পৃথিবীর ইতিহাসে যা বিরল যা অতি সম্মানের । আমরা আমাদের মুখের ভাষার জন্য দিয়েছি রক্ত । তাই আসুন তুলে ধরি আমার ওই সংগ্রামের ইতিহাস ।
আমার আছে লবনে মাখা , মধুতে ঘেরা , বাঘের হুঙ্কারের সুন্দরবন।
আমার আছে বালিতে ভরা পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত , আর আছে ওই সেন্ট মারতিনের করাল দ্বিপ যেগুলুর সৌন্দর্য ভুলার নয় । আসুন ডাকি পৃথিবীকে দেখার জন্য আমাদের সৌন্দর্য ।
অনেক লড়াইতো হল একে অন্যের চেয়ে উপরে উঠার কিন্তু চেষ্টাতো আগে করিনি দেশকে উপরে তোলার ।
আসুন এই বার দেশটারে টেনে উপরে উঠাই, দেশ উঠলে আমরাও উঠবো ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।