আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীগ সরকারকে আমি A+ দেব, যদি....। মু.জা.ই

কিছুদিন আগে শাবি আওয়ামী পন্থি শিক্ষক জাফর ইকবাল তার সাধাসিধা কথায় ওনেক তেনা পেচায়া, উপসংহার টানছিলো, এই বাল সরকার যদি কেবল যুদ্ধপরাধীদের বিচার কোন ভাবে করতে পারে, (যদি অবিচারও হয়, বাকি সব জায়গায় দেশের বারটা বাজালেও) আমি সরকার কে A+ দিমু কিন্তু সিটি কর্পোরেসনের নির্বাচনে দেখি ফাইনাল আসার আগেই মিড টার্মে GPA =0 Out of Four. মীর জাফর ইকবাল, খাতা দেইখা নাম্বার দিয়েন, মুখ দেইখা না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।