দেশের চারটি সিটি করপোরেশনের নির্বাচনে কে বা কারা বিজয়ী হয়েছে তা নিয়ে পত্র-পত্রিকা ও গণমাধ্যমে অনেক প্রচার সম্প্রচার হচ্ছে। হার জিৎ নিয়ে কিছুটা অতিরিক্ত লাফালাফি ও জল্পনা-কল্পনা চলছে।
সিটি করপোরেশনের নির্বাচনে কে বা কারা বিজয়ী হয়েছে তার চেয়ে বড় বিষয় হলো নির্বাচন খোলামেলা ও বড় ধরনের কোন ঝামেলা ছাড়াই হয়েছে। এটা আমাদের বাংলাদেশের জন্য বড় অকটা পাওয়া। আওয়ামী সরকার ও আওয়ামী ক্যাডাররা - সন্ত্রাস সৃস্টি না করে, বোমাবাজি না করে, প্রশাসনকে ব্যাবহার না করে জনগনকে তাদের মত প্রকাশের যে সুযোগ দিয়েছে তার জন্য ধন্যবাদ না জানালেই নয়!
আজকে বিকেলে একটা দোকানের সামনে এলাকার পরিচিত বেশ কয়েকজন গণ-মান্য ব্যাক্তিদেরকে নির্বাচন নিয়ে আলোচনায় দেখলাম।
একজনকে বলতে শুনলাম - 'আওয়ামীরা একটা ফান্দ তৈরী করতেছে। প্রমান করতেছে তাদের শাসনামলে নির্বাচন সুষ্ট হয়। সাধারণ নির্বাচনের সময় সব ঘুড়িয়ে নিবে...। '
সিটি করপোরেশনের নির্বাচনে জনগনের মত যে ভাবে প্রকাশ পেয়েছে ঠিক সেই ভাবে সাধারণ নির্রবাচনে জনগনের মত প্রকাশ পাবে এটাই সবার কাম্য। ভোটের বাক্সে জনগনকে তাদের মত প্রকাশের সুযোগ অব্যাহত রাখার জন্য জাতিকে ঐক্যবব্ধ হতে হবে।
কোন দল বা গোষ্টীকে জনগনের এই মৌলিক অধিকার আর হরন করতে যাতে না দেয়া হয় সেই ব্যাবস্হা নিতে হবে।
সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল আওয়ামী সরকারের কোন ফন্দি না জনগনের মতের বঃহিপ্রকাশ তা সময়ই বলে দেবে - কি বলেন? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।