যা চাই তাই-ই পাই,তাই পাই যাহা না পাই,যা না পাই তাই-ই চাই...
নতুন ফ্লাটের জন্য
টাইলসের ব্যাপারে একটু খবরা খবর দরকার।
টাইলসের বাজারে গিয়ে মাথা নষ্ট ম্যান।
হাতির পুল থেকে শুরু করে পান্থপথ পর্যন্ত দেখলাম।
এত ধরনের টাইলস বাজারে দেখলাম যে আসলেই কোনটা ভাল আর কোনটা খারাপ হবে বুঝতাসি না।
কেউ বলছে দেশি "আর এ কে" ,মির, বা দেশি অন্য সব।
আবার বিদেশি টাইলসের তো অভাব নাই, এর মধ্যে চাইনিজ টাইলসের বাজার বরতি।
আর দামের কোন মিল নাই এই দোকান বলে ১১০-১২০ পাশের দোকান বলে ১৪০-১৫০ তবে একই জিনিস যা বুঝলাম।
কারো কাছে কোন খবর থাকলে জানালে অনেক উপকার হত।
কোন টাইলস ভাল হবে? দেশি না বিদেশি?
মেঝে তে কত বাই কত লাগালে ভাল?
কালার কি ধরনের হতে পারে?
টয়লেট এবং কিচেনে কি ধরনের টাইলস ব্যাবহার করলে ভাল?
দরদাম টাও কেমন হবে কোন টাইলস?
আবার কি কি বলে পলিশ, মিরর পলিশ,ম্যাট আরও কি কি?
ভাই, কারো এ ব্যাপারে জানা থাকলে কষ্ট করে একটু জানান
বহুত পেরেশানির মধ্যে আছি।
ফিটিংসে এর ব্যাপারে পরে আসব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।