আমাদের কথা খুঁজে নিন

   

সমকামীর জার্নাল -১

বুঝে নিন জ্বী আমি একজন সমকামী । মূলত বিষমকামী সমাজে সমকামী হয়ে জন্ম নিয়ে আমরা কী পরিমান দুঃখ, কষ্ট আর অতৃপ্তি নিয়ে জীবনটা কাটিয়ে দিই, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার দিনলিপিতে । ছোটবেলায় যখন থেকে আমার যৌন অনুভূতির সূচনা হয়, তখন থেকেই আমি সমকামী । একজন ছেলে হয়ে মেয়েদের পরিবর্তে অন্য ছেলেদের প্রতিই আমি আকর্ষিত হতে থাকি , শুধু তাই নয় , বরং সমলিঙ্গের প্রতি আকর্ষনই আমার কাছে স্বাভাবিক মনে হতে থাকে । একটু বুদ্ধি হলে খেয়াল করেছিলাম আমি যেন ঠিক আমার আশেপাশের সবার মত নই ।

সবার যেমন বিপরিত লিঙ্গের প্রতি আকর্ষন , আর আমার ক্ষেত্রে তা সমলিঙ্গের প্রতি । আর বড় হয়ে যখন ভার্সিটির হলে চলে আসি তখন বন্ধুবান্ধব মিলে পর্ণ দেখতাম । সবাই হা হয়ে গিলতো মেয়েটিকে , আর আমি তাকিয়ে থাকতাম ছেলেটির সেক্সী বডির দিকে । বন্ধু বান্ধবদের আড্ডায় যখন মেয়েদের নিয়ে রসালো কথা হয় , আমি শুধুই আমার চোখেমুখে কৃত্রিম আগ্রহ ধরে রাখি আর বোঝানোর চেষ্টা করি আমি খুব এনজয় করছি । না কেউ আমাদেরকে গ্রহন করে না , না বিষমকামী মানুষ, না বিষমকামী সমাজ , না করূনাময় আল্লাপাক, দুনিয়াতেও সবাই দূরে সরিয়ে দেয় , আর পরকালেও আমাদের জন্য ঠিকঠাক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে।

কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেনি । কেউ বলে বিকৃত রূচি , কেউ বলে মানসিক অসুখ । কিন্ত এটা যে অসুখ নয় তা ইতিমধ্যে প্রমানিত। আর তার ভিত্তিতে অগ্রসর সমাজে এটা বৈধতাও পাচ্ছে । হয়ত আজ থেকে কয়েক প্রজন্ম পরে এটা প্রায় সব সমাজে একেবারে স্বাভাবিকভাবেই গ্রহনযোগ্যও হবে ।

একটু ভূল সময়ে আর কিছুটা ভূল জাযগায় জন্মেছি বলেই আমাদের এতটা গন্জনা সইতে হয় । সমকামিতা কোন চয়েস না , ঠিক যেমনটি বিষমকামিতা । না, কোন ডিমান্ডই আনএন্টারটেইন্ড থাকে না । আমাদের দেশের সমকামীরাও তাদের চাহিদা মেটায় । ইযাহু চ্যাটে টপস্ এন্ড বটমস্ নামে আলাদা সমকামীদের একটা সেকশনই আছে , তাছাড়া বাংলাদেশের প্রতিটা রূমেও গড়ে দু তিনজন সমকামী পাওয়া যায় ।

মানুষ, সমাজ , বিধাতা যে কমফোর্ট জোন দিতে পারেনি , প্রযুক্তি তা দিয়েছে । আসল পরিচয় লুকিয়ে নিজের মনের মত গে পার্টনার খুঁজে পাওয়া এখন মোটেও কঠিন কিছু নয় । ইয়াহুর বাংলাদেশের গে গ্রুপে ২০০০ এর মত সমকামী সদস্য আছে , তারা বছরে দু একবার গেট টুগেদারও করে , কখনও বসুন্ধরা সিটি , আবার কখনও বা আলিয়ঁস ফ্রাঁসেজে । কয়েকদিন পর একটা মেয়েকে দেখতে যাবো । বন্ধু বান্ধব সব বিয়ে শাদী সেরে ফেলেছে ।

আমার পরিবারও আমার বিয়ের জন্য অস্থির হয়ে পড়েছে । আমি ভাবি মেয়েটির কথা , সে কি সুখী হবে , একটা ছেলের কাছে সে যা চায় , শারিরীকভাবে তার সবই আছে আমার , নেই শুধু আকর্ষণ । চুম্বকের যদি আকর্ষনই না থাকে , তবে বাকি থাকেটা কি । ভাবি, যদি আমি জন্ম নিতাম সমকামী বান্ধব কোন দেশে , কি দারুন হতো আমার জীবনটা , জীবনটা আমি ঠিক উপভোগ করতে পারতাম যেমনটা একজন বিষমকামী মানুষ করে ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।