আমাদের কথা খুঁজে নিন

   

বাসার নিরাপত্তায় করণীয়

মানুষ হিসেবে মাথা উচুঁ করে থাকতে চাই। ঈদের ছুটিতে শহরের বাসা ছেড়ে গ্রামের বাড়িতে কিংবা বেড়াতে কোথাও যাবার সময় বাসার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন কম বেশী সবাই। এ সময় করণীয় বিষয়ে জেনে নিন : ১। বাসার জানালার কাঁচ-লক ভাল করে দিয়ে নিন। বাসা নিচ তলায় হলে ভেন্টিলেশন জানালা ও দিয়ে নিন।

২। বাসার গেটে বা ভিতরে সিসিটিভি বন্ধ না করে সচল রাখুন। সম্ভব হলে দরজায় অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করুন। ৩। ইলেকট্রিক সামগ্রি যেমন – লাইট, ফ্যান, এসি, হিটার প্রভৃতি, পানির ট্যাপ, গ্যাসের চুলা বন্ধ আছে কিনা দেখে নিন।

৪। মূল্যবান কাগজপত্র , দলিল, অলংকারাদী সহজে অনুমান করা যায়না এমন স্থানে তালা বদ্ধ করে রাখুন। ৫। নিরাপত্তাকর্মীর সাথে পূনরায় দায়িত্বশীল থাকার ব্যাপারে কথা বলুন এবং সতর্ক করুন। ৬।

ভাড়াটিয়ারা অবশ্যই মালিককে বেড়াতে যাবার কথা জানিয়ে যাবেন। ৭। বাসার পাশের ্আত্মীয় বা প্রতিবেশীকে বাসার দিকে নজর রাখতে বলে যাবেন। ৮। মূল দরজার তালা সঠিকভাবে দিন।

প্রয়োজনে একাধিক তালা দিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।