মনটা ভালো নেই। কদিন ধরেই নেই। কারনটা অবশ্য বাসার অন্যদের কাছে কোন কারণই মনে হচ্চে না। এক সপ্তাহ হল আমরা বাসা বদল করেছি। বাসাটা বড় হবার কারণে এই প্রথম নিজের নামে একটা রুমও বরাদ্দ পেলাম।
খুবই আনন্দের ব্যাপার। কিন্তু এই আনন্দ যে এত তাড়াতাড়ি উধাও হবে ভাবিনি! আলো বাতাস আমার বরাবরই ভাল লাগে। । পুরান বাসাটার তিনদিকই ছিল খোলা। পূর্ণিমা রাতে জানালা দিয়ে চাঁদের আলোতে ঘর ভরে যেত.... আর নতুনটার মাত্র একটা দিক খোল আমার জানালা দিয়ে আকাশই দেখা যায় না।
এসব তাও মেনে নেওয়া যায় কিন্তু যা মানতে পারছি না তা হল - আগে নিজের ঘর না থাকায় পড়ালেখা করতাম ড্রয়িং রুমে। টিভি আর পিসি দুটাই থাকতো একইসাথে সেই ঘরে। পড়ার নামে তাই আরাম করে সারাদিনই টিভি দেখতে পারতাম মাঝে মাঝে টিভি - পিসি দেখতাম একই সাথে। কিন্তু নিজের ঘর পাবার কারণে এখন মনে হচ্ছে আমার টিভি দেখারই বারোটা বেজে গেল। এভাবে আমি থাকতে চাইনা আগের বাসায় ফিরে যেতে চাই
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।