আমাদের কথা খুঁজে নিন

   

নাগিনী

আমার আমি কে খুঁজি কোন এক গোধূলী লগ্নে, সে পাশে বসে কথা দিয়েছিল আমার সাথে যাবে সে, আমার হাত ধরে পৃথিবীর মায়া ভুলে। আমি তারই দেয়া কথায়,অপেক্ষাতে থাকি অপেক্ষা!!! ওহ্ কি যে কষ্টের! এক সময় অপেক্ষার বাধ ভেঙে, সেই সে মুহূর্ত আসে কিন্তু? সে তো আর সে নাই আমাকে দেখে ভয় পেয়ে এখন সে লুকায়, কিন্তু? আমি এতদিন কার জন্য অপেক্ষায় ছিলাম, কথা তো সেই দিয়েছিল,তাহলে আজ কেন সেই লুকায়? লুকাবেই তো ,তার মনে যে বিষের ঢেউ। মিথ্যের বিষ বহন করছে , তার অঙ্গে অঙ্গে। সেই বিষে বিষাক্ত আমি সমস্ত শরীর বিষে ছেঁয়ে যাচ্ছে, সর্পীনি দংশন করেছে আমায়!!! তাই তো আমি তিলে তিলে , বিষের তীব্রতায় ঢলে পড়ি। নিশ্চুপ চুপ চাপ নিরব, সব নিরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।