স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়। যে তোমারে ডাকি- হৃদয় হতে হৃদয়ে প্রনয় হতে প্রনয়ের সাগরে যে তোমারে ডাকে না সখী-তুমি তারেই ডাক! তবু কেন তোমায় ঘিরিয়া রহি বেলা-বসন্তে। যে তোমারে ছাড়িয়া যায়-স্মরনে রাখ তারে আমি তো ভুলে ভরা শুধু জন্জাল ভালো না বাসিলে ,বাস তব তারে ভালো মোর ভালোবাসা রয়ে যায়-অজানায় অলক্ষ্য ভাবনায়! যে তোমারেই চেয়েছি- দিয়েছ ঠেলে আমায় দূর-বহুদূর যানি বিশ্বাসেই রয় প্রেম- মন বিনিময় তুমি তো আমার বিশ্বাসের হৃদকাঠি তবু কেন তুমিহীন আমি- দীর্ঘশ্বাসে মৃত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।