আমাদের কথা খুঁজে নিন

   

গরমে আরাম...... (মুন'স থিওরি)

সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ রমনী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর...........। আমি রক্তে, মাংসে গড়া অতি সাধারন এক মানুষ........... তবে আমি প্রচন্ড রকমের স্বপ্নবিলাসি। সেসব স্বপ্নের কিছ আসলাম বহু দিন পর। যাই হোক, শুরুতেই সবাইকে গ্রীষ্মের আগুন গরম শুভেচ্ছা জানাই..... এই গরমে ঘরে বসেই খুব সহজে সেইরাম আরাম পাওয়ার জন্য আমি নিজে কিছু থিওরি আবিষ্কার করেছি।

আমার কাছে বেশ ভালোই লেগেছে। আশা করি আপনারাও উপকৃত হবেন.... ১*** ধরুন দুপুর বেলা আপনি বাসায় আছেন। ঘরে, বাইরে প্রচন্ড গরম, একবারে অস্থির অবস্থা...!!! এমতাবস্থায় আপনি আপনার বেডরুমের সব বাতি নিভিয়ে দিন। জানালা খোলা রেখেই জানালার পর্দা টেনে দিন। এই গরমের সময় ঘরে ভারী পর্দা ব্যবহার না করাই ভালো, হালকা রঙের পাতলা কাপড়ের পর্দা ব্যবহার করাটা ভালো।

এবার কাউকে দিয়ে অথবা নিজেই আপনার বেডরুমের ফ্লোরটা ঠান্ডা পানি দিয়ে মুছিয়ে নিন। এবার ফুল স্পিডে সিলিং ফ্যানটা ছাড়ুন। এবার পাতলা একটা টাওয়েল ঠান্ডা পানিতে চুবান এবং কিছুটা পানি চিপে নিন, পুরোপুরি পানি ঝরাবেন না। ফ্লোরের পানি যখন প্রায় শুকিয়ে আসবে অর্থাৎ ফ্লোরে একটু একটু পানি থাকবে, তখন একটা নরম তুলতুলে বালিস নিয়ে ফ্লোরে বসুন। বালিসটার ওপরে ঐ টাওয়েলটা সমান করে বিছিয়ে দিন।

এবার সেটা মাথার নিচে দিয়ে চোখ বন্ধ করে সরাসরি ফ্যানের নিচে সোজা হয়ে শুরু পড়ুন। কিছুক্ষনের মধ্যেই মনে হবে আরামের চোটে আপনি বেহেস্তে পৌছে গেছেন। এমনকি ঘুমিয়েও যেতে পারেন....... ২*** এই থিউরি ফলো করার জন্য প্রথমেই দোকানে গিয়ে একটা গোলাপ জলের বোতল কিনে আনুন। বাসায় এসে ফ্রিজের আইস কেসটা বের করুন এবং প্রতিটি খোপে খোপে ভালোভাবে গোলাপজল দিয়ে পূর্ন করুন। এবার এটা ডিপ ফ্রিজে রেখে দিন।

প্রত্যেকদিন যখন সারাদিনের কাজ সেরে, রোদে পুড়ে বাসায় ফিরবেন তখন এই গোলাপজলের বরফ আপনাকে দারুন স্বস্তি দিতে পারবে। ধরুন বাইরে থেকে বাসায় এসেছেন এবং গরমে আপনার একদম নাজেহাল অবস্থা। এবার এক টুকরো গোলাপজলের বরফ আর এক বোতল ঠান্ডা পানি নিয়ে বেসিনের সামনে চলে যান। বরফের টুকরোটি পুরো মুখে আস্তে আস্তে ঘষুন। এতে করে চামড়ার জমে থাকা ময়লা গুলোও উঠে আসবে।

৫/১০ মিনিট এভাবে ঘষার পর ঠান্ডা পানির ঝাপটা দিতে দিতে মুখটা ধুয়ে ফেলুন। এবার ফ্যানের নিচে গিয়ে দাঁড়ালেই দেখবেন কেমন আরাম লাগে..... ৩*** এটা মূলত ছেলেদের জন্য এবং যেসব মেয়েদের চুল আমার মত ছোট ছোট, তাদের জন্য। ধরুন সারাদিন প্রচন্ড গরম থাকার পরও রাতে ভীষন ভ্যাপসা গরম। এমনকি মাঝরাতেও খুব গরম লাগছে। এমতাবস্থায় ভীষন অসস্তি লাগার কথা।

সোজা বাথরুমে চলে যান। এবার হ্যান্ডশাওয়ারটা হাতে নিয়ে বেসিনের সামনে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে দাঁড়ান। প্রায় আধা ফিট বা তারও ওপর থেকে মাথার ওপর হ্যান্ডশাওয়ারটি ধরুন এবং পানি ছাড়ুন। অন্য হাত দিয়ে চুলের ভেতর আস্তে আস্তে বিলি কাটুন। হ্যান্ডশাওয়ারের বদলে মগ দিয়েও পানি দিতে পারেন।

১০/১৫ মিনিট পানি ঢালার পর রুমে এসে রিল্যাক্সলি ফ্যানের নিচে বসুন এবং ধীরে ধীরে এক গ্লাস ঠান্ডা পানি পান করুন। সেসময় প্রশান্তিতে আপনার সারা শরীর ভরে যাবে..... ৪*** এটা তাদের জন্য, যাদের হাতে অফুরন্ত সময় এবং যারা হাজার কাজের ফাঁকে অবসরের জন্য ১,২ দিন ম্যানেজ করতে পারবেন। সকাল সকাল ৮টা, ৯টার দিকে গোসল করে রেডি হয়ে সোজা চটবাড়ি চলে যান। সেখানে বট গাছটার নিচে বসলে আর আশপাশের প্রাকৃতিক দৃশ্য দেখলে কিছুক্ষনের মধ্যেই মন ভালো হয়ে যাবে। আরো মজার ব্যাপার হচ্ছে, এখানে সারাক্ষনই ঠান্ডা বাতাস বইতে থাকে, বাতাস থামেই না।

ঐখানে গিয়ে একবার বসলে আপনার আর উঠে আসতে ইচ্ছা করবে না......... আপাতত এই কয়টা থিওরি দিলাম। আশা করি আপনাদের কাজে আসবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।