অনেক সময় মজিলা ব্রাউজার এ বাংলা ওয়েবসাইট পড়তে সমস্যা হয়। এ সমস্যা হয় বাংলা ফন্টটি ইউনিকোড সমর্থন না করলে। এই সমস্যা
সমাধান এর জন্য যা করবেন,
- প্রথমে আপনার মজিলা ব্রাউজার এ Tools- option এ যান।
- Content ট্যাব এ ক্লিক করুন। এখানে Default font এর পাশের Advanced ক্লিক করুন।
- একটি বক্স আসবে সেখানে Fonts for এ Bengali নির্বাচন করুন।
- নিচে Propotional এ Serif নির্বাচন করুন।
- এর নিচে Serif, Sans-serif, Monospace এই তিনটিতেই যেকোনো বাংলা ইউনিকোড সমর্থিত ফন্ট নির্বাচন করুন।
যেমন - Kalpurush ফন্টটি।
এই ফন্ট না থাকলে এখান থেকে ডাউনলোড করুন।
এরপর ফন্টটি C:\Windows\Fonts এ Peste করুন।
মনে রাখবেন, আপনি অন্য যেকোনো বাংলা ইউনিকোড সমর্থিত ফন্ট নির্বাচন করতে পারেন। কিন্তু Serif, Sans-serif, Monospace
এই তিনটি option এ একটি নির্দিষ্ট ফন্ট নির্বাচন করতে হবে।
এখন আপনি যেকোনো বাংলা ওয়েবসাইট কোনও রকম সমস্যা ছাড়া মজিলা ব্রাউজার এ পড়তে পারবেন ।
ক্রোম বা ইন্টারনেট এক্সপ্লোরার এ বাংলা দেখায় সমস্যা হলে এই pdf ফাইল ডাউনলোড করে দেখে নিতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।