একটা সময় ছিলো যখন কম্পিউটার স্লো হতে হতে অবস্হা শোচনীয় হয়ে গেলেও উইন্ডোজ রিইন্সটল দিতে ভয় পেতাম ।
ব্রাউজারের হিস্ট্রি, বুকমার্ক, কুকি, সেভ করা পাসওয়ার্ড কিছুই তো পাবো না উইন্ডোজ দেবার পরে তখন পাসওয়ার্ড ব্রাউজারেই সেভ করে রাখতাম ।
এরপরে গুগল ঘেটে শিখলাম কিভাবে মজিলার ব্যাকআপ নিতে হয় । পদ্ধতিটা একটু ভেজাল মনে হলো, কারন বুকমার্ক, হিস্ট্রি প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকআপ নিতে হতো ।
এই প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকআপ নেওয়ার ঝামেলা থেকে বাঁচার পদ্ধতিই আজ বলবো ।
http://www.mozbackup.org থেকে MozBackup 1.4.10 Stable সফটওয়্যারটি ডাউনলোড করে নিন (size 777kb)।
সফটওয়্যারটি দিয়ে Mozilla Firefox, Mozilla Thunderbird, Mozilla Suite এবং Netscape profiles এর bookmarks, mail, contacts, history, extensions, cache, Saved password এর ব্যাকআপ নেওয়া যাবে এবং রিস্টোরও দেওয়া যাবে ।
ডাউনলোডের পর ইন্সটল এবং Mozilla ব্যাকআপ নেবার জন্য সফটওয়্যারটি রান করুন ।
চিত্রে দেখুন ।
নেক্সট চাপুন ।
এখানে সিলেক্ট করতে হবে আপনি কি ব্যাকআপ নিতে চান ? নাকি ইতোমধ্যে আপনার কাছে মজিলার কোন ব্যাকআপ ফাইল আছে সেটা রিস্টোর করতে চান ?
প্রথমে আমরা দেখবো কিভাবে ব্যাকআপ নিতে হয় । Backup a profile সিলেক্ট করুন ।
নেক্সট করুন ।
Browse বাটন চেপে Backup কোথায় সেভ করতে চান তা নির্ধারন করে দিতে পারেন, নাহলে বাই ডিফল্ট ডেক্সটপে সেভ হবে । নেক্সট চাপুন ।
চাইলে ব্যাকআপ ফাইলটি পাসওয়ার্ড প্রটেক্টেড করতে পারেন যাতে আপনার অনুমতি ছাড়া অন্য কেউ ব্যাকআপটি ব্যাবহার করতে না পারে । পাসওয়ার্ড দিতে চাইলে Yes চেপে পাসওয়ার্ড সেট করুন এবং Next চাপুন, পাসওয়ার্ড দিতে না চাইলে NO চেপে Next ক্লিক করুন ।
এখানে মজিলার কি কি ব্যাকআপ ( eg: Password, Cookies History,Bookmark etc) নিতে চান সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে । যেহেতু বাই ডিফল্ট প্রয়োজনীয় সবগুলো সিলেক্ট করাই আছে তাই এখানে হাত দেবার দরকার নাই ।
নেক্সট করুন ।
চিত্রের মতো দেখতে পাবেন এবং ব্যাকআপ ফাইল তৈরী শুরু হবে ।
ব্যাকআপ ফাইল তৈরী শেষ হয়ে গেলে রিপোর্ট দেখতে পাবেন । Finish চাপুন ।
হয়ে গেল ব্যাক আপ তৈরী । এবার দেখবো কিভাবে রিস্টোর করতে হয় ।
সফটওয়্যারটি রান করুন ।
Restore a profile সিলেক্ট করুন এবং Next চাপুন ।
Browse এ ক্লিক করে আপনার ব্যাকআপ ফাইলটি সিলেক্ট করুন ।
যা যা রিস্টোর করতে চান নির্ধারন করে দিন । ফুল ব্যাকআপ রিস্টোর করতে চাইলে জাস্ট Next চাপুন ।
রিস্টোর কমপ্লিট হয়ে গেলে রিপোর্ট দেখাবে । এরপর Finish চাপুন ।
বিঃদ্রঃ কারো ক্ষতি করার জন্য এই পোষ্ট লেখা হয়নি । দয়া করে কোন অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এই পোষ্টকে কাজে লাগাবেন না । এই পোষ্টকে কাজে লাগিয়ে কেউ কোন অসৎকাজ করলে তার দায়ভার এই ব্লগ বা লেখকের উপর বর্তাবে না ।
পোষ্টটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল eLogBD ব্লগে ।
ভালো থাকুন, সুস্হ্য থাকুন ! আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।