আমাদের কথা খুঁজে নিন

   

জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে হাইকোর্টে রিট করা হয়েছে।

খাই দাই ঘুমাই ভর্তি-পরীক্ষা ছাড়া জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন। আগামীকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিট আবেদনে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ সিদ্ধান্ত প্রত্যাহারে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়। একই সঙ্গে ওই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিতের জন্য অর্ন্তবর্তীকালীন নির্দেশনা এবং আগের নিয়মে ভর্তিপ্রক্রিয়া শুরুর নির্দেশনাও চাওয়া হয়েছে। রিটে স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়।

পরে আইনজীবী ইউনুস আলী আকন্দ প্রথম আলো ডটকমকে বলেন, ভর্তি-পরীক্ষা ছাড়া মেডিকেলে ভর্তি করলে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হবেন। পরীক্ষা ছাড়া কীভাবে মেধা যাচাই হবে? কারণ দেশে ১০টি বোর্ড ও একটি মাদরাসা বোর্ড রয়েছে। সব বোর্ডে পরীক্ষার প্রশ্ন একই রকম হয় না। তাই আলাদা প্রশ্নপত্রে নেওয়া পরীক্ষার ভিত্তিতে সঠিকভাবে মেধার মূল্যায়ন করা সম্ভব নয়। তাই জনস্বার্থে রিটটি করা হয়েছে।

সুত্রঃ প্রথম আলো  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।