মাননীয় শিক্ষামন্ত্রী কে ধন্যবাদ না দিয়ে পারছি না যে তিনি মেডিক্যালে জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষামন্ত্রীর জন্য আফসোস একটা যে তিনি তার হাতে গড়া জিপিএ ৫ মার্কা মারা শিক্ষার্থীদের সেবা নেয়ার জন্য দুনিয়ায় থাকবেন না। কারন জিপিএ ৫ মার্কা ডাক্তাররা তাদের প্রাকটিস শুরু করতে আরো ৬ বছর সময় নিবেন। আর যদি শিক্ষামন্ত্রী দুনিয়ায় থাকেন তাহলে হয়তো সিংগাপুরে চলে যাবেন বিদেশের কোন ডাক্তারের সেবা নেওয়ার জন্য। অবশ্য যখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রাণ গোপাল ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ ভূঁইয়া মেডিকেল চেক আপ করাতে সিঙ্গাপুরে যান তখনই বাংলাদেশের মেডিক্যাল শিক্ষা ব্যবস্থার দৈন্যতা বোঝা যায়, এবং এই দৈন্যতার জন্য ধন্যবাদ শুধু প্রাপ্য আমাদের শিক্ষামন্ত্রীর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।